
সখি পাতিসনে শিলাতলে পদ্মপাতা,
সখি দিসনে গোলাব-ছিটে খাস লো মাথা!
যার অন্তরে ক্রন্দন
করে হৃদি মন্থন
তারে হরি-চন্দন
কমলী মালা-
সখি দিসনে লো দিসনে লো, বড় সে জালা!
বল কেমনে নিবাই সখি বুকের আগুন!
এল খুন-মাখা তূণ নিয়ে খু'নেরা ফাগুন!
সে যেন হানে হুল-খুনসুড়ি,
ফেটে পড়ে ফুলকুঁড়ি
আইবুড়ো আইবুড়ী
বুকে ধরে ঘুণ!
সর্বশেষ এডিট : ১৬ ই মার্চ, ২০১৬ রাত ২:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




