গতকাল রাতে ছোটবেলার এক দোস্তের সাথে কথা কইতে ছিলাম....কইতে কইতে কয় আচ্ছা সামহোয়ার রে যদি আমি তোমার ব্লগ খুঁজে বের করতে চাই কি করতে হবে? যাইহোক যেমনে কইলাম তেমনে নাম বের কইরা কয় ঐ যে "অরুনাভ খবিশ " না কি জানি আছে ঐটা তোমার ব্লগ নাকি?


বাইরে থাকার সময়ও দেখি পাবলিকে আমার নাম উচ্চারন করতে পারে না.....একজনরে কইলাম অরুনাভ...কয় অর্নভ.....যতই কই অর্নভ না...অরুনাভ ....কে শোনে কার কথা.....


ইংরেজীতে আমার নামের বানান লেখি ARUNAVA .....।সে হিসেবে মালয়েশিয়ার বেশীরভাগ বন্ধুবান্ধব ই ডাকে "আরুনাভা"...ওদের কেমনে বুঝাই এটা আরুনাভা না অরুনাভ.......পরে ঠিক করলাম একটু ছোটো কইরা কই "অরু"....ওমা দেখি সবাই "অরু" রে "আরু" বানায় দিছে....


রেসিডেন্সিয়ালে পড়ার সময় আর এক দোস্ত দেখি আমার নামের পুরাই কবিতা বানায় ফেলাইছে......"অরু-গরু-তরু-ভরু"


কিছুদিন আগে ঢাকা থেকে বগুড়ায় আসছিলাম....টিকেট কাটার সময় নাম জিগাইলে কইলাম অরু...আমার দিকে কড়া চোখে তাকায় কয় "উরু" আবার কেমন নাম?


মাঝে মাঝেই মজা হয় আমার ডাক নাম নিয়া..... আমি হওনের সময় বাপে মনে হয় ভাবছিল মেয়ে হবো....তাই নাম ও সেভাবে ঠিক করেছিল....পরে যখন দেখলো ছেলে .... দুধের স্বাদ ঘোলে মেটাবার মতো সে নামটাই সিল মাইরা দিল পিঠে ডাকনাম হিসেবে...."মুনমুন".... এলাকায় বা বন্ধু বান্ধবের কাছেই বেশী পরিচিত আমি অরুনাভের চাইতে মুনমুন বলে.....


গতরাতে যখন দোস্তের সাথে কথা কইতে ছিলাম তখন দূর্ভাগ্য বশত দোস্তের বৌও দোস্তরে ট্রাই করতাছিল....একটু পর দোস্ত কয় আমি কল দিতাছি.....দোস্ত অন্য একটা মোবাইল থাইকা কল দিছে....মজা কইরা কথা কইতাছি ..... এমন সময় দোস্তের বৌ আবার কল দিছে.....দিয়াই দোস্তরে ঝারি এত রাতে কার সাথে কথা কও? দোস্ত সরল মনে কইলো "মুনমুনের" সাথে......


আমি তো হাসতেছি বন্ধুর তো তো শুইনা.....কয় না না মেয়ে না অরুনাভ দা.....কিসের কি.....কার কথা কে শোনে....
পরে কন্ফারেন্স কল কইরা দোস্ত তার সতিত্ব রক্ষা করলো......

