আজ আমার নিশ্চল দশা, বিছানায় শুয়ে বসে দিন কাটাই
ঘুম নামক অদ্ভুত জিনিসটা বিজলি বাতির মত আসে আর যায়।
তবুও আমার দিন কাটছে, কেটে যাচ্ছে বৈকি।
আলো আধার স্বপ্ন আর পরাবাস্তব ঘুরে ঘুরে আমার দিন কাটছে।
মাঝে মাঝে বলতে ইচ্ছে হয়, আমি আর পারছি না
কিন্তু বলতে গিয়েও বলতে পারি না,
না বলতে পারা কথা গুলো শুন্যতায় ভাসিয়ে দিই
তবুও ত বলা হল, অন্তরীক্ষে যদি কেউ শুনতে পায়!