দিনের শেষে, সন্ধ্যে নামে, এবাদত
দিনের শেষে, রাত্রি আসে, এবাদত
দিনের শেষে, সূর্য ক্লান্ত, ভ্রমন পথ
প্রহর শেষে, অবেলার সুর, অগ্রদূত
কালবোশেখ, শ্রান্তিতে, এমন রাত
আচমকা ঝড়, হাওয়ায় তার বসত
উড়ে যায় দূরে যায়, ভাবনায় যত
এমন যেন, নির্ভার, মরন আগত
উড়ে যায় বটবৃক্ষ, ছেড়ে যায় হাত
উড়ে যায় জান, ছেড়ে দেয়া রাত
হাওয়ায় হাওয়ায় দোলে পর্দাব্রত
জলে ভাসে, সোনার শইল অ-মৃত
ঘুম ভাঙা শরীরে, ভাঙা আত্মা-ত
ঘুম ভাঙা মন, ধনুক ভাঙা পন-ত
ঘুম ভাঙা ধনে, হারানো বার্তা- ত
ন-ঘুমে জেগে উঠি আধা আদম সুরত
জুন ৮, ২৩ খ্রি:
মেহেন্দীগঞ্জ বরিশাল
রাত ১১.৪০
সর্বশেষ এডিট : ০৯ ই জুন, ২০২৩ সকাল ৮:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




