আজ রয়েছি আমি তোমারই অপেক্ষায়,
তোমারই কাছাকাছি তোমারই ভালোবাসায়।
নিজেকে করছি আজ অবহেলা,
রেখেছি তোমারই জন্য ভালোবাসারই মালা।
তোমার কষ্ট আমার মনে জোয়ার,
তোমার ওই মিষ্টি হাসি আনন্দ আমার।
মনেরই ভিতরে ছোট্ট এক আশা,
তোমাকে নিয়ে বানানো স্বপ্নের বাসা।
সর্বশেষ এডিট : ২৪ শে জুন, ২০০৬ রাত ১২:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




