
স্বৈরাচারী হাসিনার পালানোর এক বছর: ইতিহাস কীভাবে স্মরণ রাখবে এই বাকশালী শাসককে?
ঠিক এক বছর আগে, ২০২৪ সালের ৫ আগস্ট — এই তারিখটি বাংলাদেশের ইতিহাসে এক কালো অধ্যায়ের পরিসমাপ্তির দিন। ক্ষমতালোভী, স্বৈরাচারী ও দিল্লির দালাল শেখ হাসিনা যখন জনরোষে পড়ে দেশ ছেড়ে পালায়, তখন তার রক্তচক্ষু, দমন-পীড়ন আর দুর্নীতির রাজত্বের অবসান হয়। আজ সেই কুখ্যাত স্বৈরাচারীর পালানোর এক বছর পূর্ণ হলো।
---
© এক দশকের বেশি সময় ক্ষমতায় থেকে কী রেখে গেছে হাসিনা?
১️⃣ গণতন্ত্র হরণ:
২০০৯ থেকে ২০২৪ — এই সময়কে বাংলাদেশের জনগণ মনে রাখবে একদলীয় শাসনের নামে বাকশালী বাকরুদ্ধতার জন্য। বিরোধী দল, মতপ্রকাশ, সাংবাদিকতা — সবকিছু ছিল রক্তচক্ষুর নিচে। ভুয়া নির্বাচন, ভোটচুরি আর র্যাব-পুলিশ দিয়ে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করা হয়।
২️⃣ রাষ্ট্রীয় সন্ত্রাস ও গুপ্তহত্যা:
শেখ হাসিনার শাসনামলেই রাজনৈতিক বিরোধীদের তুলে নিয়ে গুম করা হয়েছে। ২০১৩ সালের ৫ মে হেফাজতের ওপর মধ্যরাতে চালানো গণহত্যা, গুম-খুনের রাজনীতি, এ যেন গণতন্ত্র নয় — এক ফ্যাসিস্ট রাষ্ট্রের চালচিত্র।
৩️⃣ দিল্লির প্রতি অনুগত দাসত্ব:
বাংলাদেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে, ভারতীয় আধিপত্যবাদকে তুষ্ট করতে প্রতিটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে দিল্লির ছায়া দেখা গেছে। সীমান্তে হত্যাকাণ্ড থেকে শুরু করে পানি-গ্যাস-বন্দর — সব কিছুর নিয়ন্ত্রণ তুলে দেওয়া হয়েছে ভারতের হাতে।
৪️⃣ ইসলাম ও আলেম সমাজের বিরুদ্ধে ষড়যন্ত্র:
আলেম-ওলামাদের যেভাবে অপমান ও নির্যাতন করা হয়েছে, তা নজিরবিহীন। মাদ্রাসা শিক্ষাকে ‘জঙ্গিবাদের কারখানা’ আখ্যা দিয়ে আলেমদের কণ্ঠরোধ করা হয়েছে।
৫️ ⃣ ব্যক্তিকেন্দ্রিক ফ্যাসিবাদ:
দেশের পুরো প্রশাসন, বিচার বিভাগ, পুলিশ — সবই শেখ হাসিনার ব্যক্তিকেন্দ্রিক লাঠিয়াল বাহিনীতে পরিণত হয়েছিল। ‘রাষ্ট্র মানেই হাসিনা’ — এই ভাবনার চরম অবসান ঘটে এক বছরের আগে।
---
# ৫ আগস্ট ২০২৪: পতনের দিন
গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা যখন ঘরছাড়া হয়, তখন তার মুখোশ খুলে যায়। গণভবনের এসিও বন্ধ করতে ভুলে যাওয়া এক স্বৈরশাসকের আতঙ্কিত ছায়া দেখা যায় সেই রাতে। লাগেজ পড়ে থাকে, মোছার সময়ও মেলে না — এটাই এক স্বৈরাচারের করুণ পরিণতি।
---
# একটি বছর পর — শিক্ষা কী?
বাংলাদেশ শিখে গেছে, কখনো একজন শাসককে ঈশ্বর ভাবা যাবে না। শাসকের সীমা না থাকলে, রাষ্ট্র হয়ে ওঠে কারাগার। এক বছর পেরিয়ে গেছে — কিন্তু শহীদের রক্ত, নির্যাতিতের কান্না, মায়ের বুকফাটা আহাজারি এখনও প্রতিধ্বনি তোলে।
---
# হাসিনার পুনরাবৃত্তি যেন না ঘটে!
এবার সময় দাঁড়াবার, প্রতিজ্ঞা করার —
> # আর কোনো বাকশাল নয়
# আর কোনো দিল্লির দালাল নয়
✅ চাই জনগণের সরকার, ন্যায়ের শাসন, ইসলাম-সম্মত রাষ্ট্রনীতি।
---
৫ আগস্ট – স্বৈরাচার পতনের বার্ষিকী নয় শুধু, এই দিন একটা প্রতিজ্ঞা — ভবিষ্যতে যেন আর কোনো হাসিনার জন্ম না হয় এদেশে!
#স্বৈরাচার_হাসিনার_পতন
#৫_আগস্ট_অভ্যুত্থান
#দিল্লির_দাসত্ব_নাকচ
#বাংলাদেশ_জয়_করবে
সর্বশেষ এডিট : ০৫ ই আগস্ট, ২০২৫ সকাল ৯:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



