তোমায়,
কখোনো কিছু বলতে পারিনি
এখোনো বলার সাহস পাচ্ছি না
হয়তো, এর পরও বলতে পারব কি না জানি না।
তাই বলে তুমি ভেবো না ভালবাসার
এতো টুকু কমতি ছিল আমার।
তোমায়,
দূর থেকে লুকিয়ে দেখেছি
কেন জানি, পথ আগলে দাড়াতে পারি নি
বার বার থেমে গিয়েছি।
তাই বলে তুমি ভেবো না ভালবাসার
এতো টুকু কমতি ছিল আমার।
তোমায়,
সামনে থেকে আসতে দেখেছি
যখন তুমি ছিলে না....তখন
তোমার আসার প্রহর গুনেছি
আর...
যখন তুমি এলে, চলে গেলে...তখন..
তোমর চলে যাওয়া দেখেছি
কিছুই বলতে পারি নি।
তাই বলে তুমি ভেবো না ভালবাসার
এতো টুকু কমতি ছিল আমার।
তুমি,
যতক্ষণ,যতবার চোখের আড়াল হয়েছ
তার চেয়ে অনেক বার, অনেকক্ষণ মনের কাছে রয়েছ
এর পরও তোমায় জানতে দিই নি।
তাই বলে তুমি ভেবো না ভালবাসার
এতো টুকু কমতি ছিল আমার....

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




