চোখের সামনে কালো বর্গাকার রেলিং
ওপারে ভারী বৃষ্টির ছন্দময় নিঃশ্বাস
এপারে চোখ, ওপারে গাছ ঘাস ভিজে চুপচুপে
মাঝের রেলিং ধরে ঝুলে থাকে ফোঁটা ফোঁটা মৃত্যু।
মৃত্যুর খুব কাছে জীবন অশ্লীল রকমের স্বার্থপর
বাড়াবাড়ি রকমের ত্যাগীও বটে, নিপাট সন্ন্যাসী
ডালের বাটি, ভাত, আলুভর্তা, চেনা উনুন, পাটি
জং পড়া দা আর জীবনের ব্যবধান একটা দরজা।
নাড়ী ছিড়ে একবার আলাদা হলে আর জোড়া লাগেনা
একবার সন্ন্যাসী হলে, স্বার্থপর হলে আর ফেরা চলেনা
স্নেহ, আদর, মায়া, ভালোবাসা, হাসির আড়ালে
সময়ের উঁচু উঁচু ঢেউয়ে তলিয়ে যায় সব বিভীষিকা।
ছবি কৃতজ্ঞতা
সর্বশেষ এডিট : ০৩ রা নভেম্বর, ২০০৮ ভোর ৬:৫৬