কার্ল সাগানের চতুর্মাত্রিক ভাবনা নিয়ে এই ভিডিওটা আমাকে অনেক ভাবনার মধ্যে ফেলে দিয়েছে।
এক মাত্রার বাসিন্দার কাছে অন্য মাত্রার কোন কিছুই অনুধাবন করা আসলেই কি সম্ভব, যদি না তার জ্ঞানের পরিধি সেই স্তরে না পৌঁছায়। আর নিজ মাত্রায় বসে সেটা আদৌ সম্ভব নয়।
চেতনার জগত পরিবর্তন করলেই হয়তো সেটা সম্ভব হতে পারে।
প্রিয় ব্লগার রা আপনারা ভিডিওটি দেখুন এবং আপনারা কি ভাবছেন জানান আমাদেরকে।
(অনেক দিন পর ব্লগে ঢুঁ দিলাম, আশাকরি নতুন পুরানো সব ব্লগাররাই ভালো আছেন)
সর্বশেষ এডিট : ২৮ শে জুন, ২০০৯ দুপুর ১২:৪৯