গ্লোবাল ওয়ার্মিং এর উপর চমৎকার একটা ডকুমেন্টারী দেখলাম আজকে। আমেরিকার সাবেক ভাইস প্রেসিডেন্ট আল গোরের বিশ্বব্যাপী এই ইস্যুতে দেয়া বিভিন্ন স্পীচ এবং তথ্য উপাত্ত দিয়ে সাজানো পুরো ডকুমেন্টারীটি। অত্যন্ত সাবলীল উপস্হাপনা আর আমাদের এই পৃথিবীর ভয়াবহ ভবিষ্যতের ইন্গিত জমিয়ে তুলেছে পুরো সময়টাকে।
যে বিষয়গুলো বিশেষ ভাবে উঠে এসেছে সেগুলো অনেকটা এরকম,
- পূর্বের যেকোন সময়ের চেয়ে জলবায়ুর পরিবর্তন অত্যন্ত দ্রুত হারে ঘটছে, যা সত্যিই আশংকার কারণ, এবং এর বেশীর ভাগ কারন আমাদের শিল্পায়ন ও অসুস্হ রাজনীতি।
-এই পরিবর্তনের ফলে যে শুধু পৃথিবী গরম হচ্ছে তাই নয়, বাড়ছে নানা নতুন রোগ ব্যধি, জীব বৈচিত্র কমে যাচ্ছে, হচ্ছে বিলীন।
-সবচেয়ে ভয়াবহ ব্যাপার হলো শুধু রাজনৈতিক চাপে বিজ্ঞানীরা কিভাবে সত্যকে মিথ্যায় রূপ দেন, মানুষকে সত্য থেকে দূরে রাখেন তাও তিনি তুলে ধরেছেন।
-তেমন কোন সমাধানের ইন্গিত না দিলেও নিয়ন্ত্রিত প্রযুক্তি ব্যবহারের আহ্বান জানান তিনি।
তবে সব চমৎকার উপস্হাপনের পরও শেষের দিকে আলগোর যা বলেন তার মূল মর্ম হলো, আমেরিকা পৃথিবীর অনেক কাজে পূর্বে অগ্রগামী ছিলো। তাই তিনি মনে করেন এই ইস্যুতেও আমেরিকাই পৃথিবীকে নেতৃত্ব দেবে এবং ধ্বংসের হাত থেকে রক্ষা করতে সমর্থ হবে। তার এই নেতাগিরিমূলক সমাপ্তি চমৎকার পরিবেশনার শেষের দিকে অনেকটাই খাপছাড়া লেগেছে এবং ডকুমেন্টারীটির মূল সৌন্দর্যও অনেকটাই নষ্ট করেছে।
তারপরও অত্যন্ত উপভোগ্য এই পরিবেশনাটি না দেখে থাকলে সময় করে দেখে ফেলুন, আশা করি একেবারে হতাশ হবেন না। বিস্তারিত জানার জন্য ক্লিক করুন এখানে।