অনেক কিছুই করতে সাধ হয় এই ছোট্ট জীবনে। বয়স যখন একটু অল্প থাকে তখন অবশ্য হাতিঘোড়া করার ইচ্ছা জাগে বেশি। সময়ের সাথে সাথে পরিবর্তন হয় ইচ্ছার ধরন। এই যেমন কিছুদিন ধরেই ইচ্ছা হচ্ছে খুব চমকপ্রদ একটা লেখা দেই সামুতে। কমেন্টের পর কমেন্ট আর যোগ চিহ্নে ভরে যাবে সেই পোস্ট। রাতারাতি বনে যাবো সেলিব্রিটি। হায় এরকম সুখকর স্বপ্নও দেখিনা।
একদিনের জন্য সামুর মডু হতে পারলেও মন্দ হতোনা। এ নাটকের সকল চরিত্র কাল্পনিকের মতো যাদের উপর রাগ সবার নিক গুলো ব্যান করে চেয়ারে বসে ছোলা মুড়ি আর পেঁয়াজু খেতাম। তারপর নিজের অনুসারীদের পোস্ট দিয়ে ভরিয়ে দিতাম পাতার পর পাতা। নাহ সে সুযোগ ও মেলার কোন সম্ভাবনা দেখিনা।
রাগ করে যখন মনিটর টা ভেংগে ফেলতে ইচ্ছা করে, নগদ অনেকগুলো টাকা বেরিয়ে যাওয়ার ভয়ে রাগ ভুলে অসহায় তাকিয়ে থাকি মনিটের লেখাগুলোর দিকে। চিবিয়ে হজম করি সব ইচ্ছা গুলো।
এতক্ষণ হিজিবিজি পড়ে হয়তো ভাবছেন হেডিং এর সাথে তো হেড টেল কিছুই মিললোনা। মেলার কথাও না। একটা ছড়া শুনলাম আজই প্রথম, অনেকেরই হয়তো আগে শোনা। ছড়াটা শুনে কিছু একটা লিখতে ইচ্ছা করলো তাই এই অহেতুক লেখাটুকু। শেয়ালটার জন্য আফসুস।
-
-
-
-
-
"মালয় দ্বীপের এক যে বোকা শেয়ালে
লাগলে ক্ষিদে মুরগী এঁকে দেয়ালে
আপন মনে চাটতে থাকে খেয়ালে"

সর্বশেষ এডিট : ১২ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৫:৫৬