ভেবেছিলাম নতুন বছর থেকে ভালো হয়ে যাবো। একদম সোজা হয়ে যাবো। একটুও বাকা থাকবোনা
কিন্তু বিধি বাম। দুদিনের অপেক্ষা আর আমার কপালে সইলোনা। গতকাল সকালে আমাকে বাধ্য হয়ে সোজা হতে হলো। তাও যেই সেই সোজা না। অনেকটা চটা দিয়ে বেঁধে রাখা চারাগাছের মতো সোজা
আসল ঘটনা আসলে বেশি জটিল কিছু না। ঘটনা খুবই সামান্য। ডিজিটাল সকাল ৮ টায় শীতল পানিতে দ্রুত গোসল করার গিনিজ রেকর্ড করতে যেয়ে কাঁধের মাংশপেশীতে এমন টান খেলাম যে একেবারে আগাগোড়া সোজা হয়ে গেছি। গতকাল সারাদিন রোবটের মতো হেটেছি, ঘুমিয়েছি অনেক কষ্টে। আজও খুব একটা কমেনি। তবে আমি কিন্তু ভাই সোজা হয়ে গেছি
হ্যাপি নিউ ইয়ার ২০১০... ভালো থাকুন সবাই
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১১:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




