
এ সুবাদে নানা ফেসবুক গ্রুপ নানা কর্মসূচি হাতে নিয়েছে !! একটি গ্রুপ এর স্ট্যাটাস টি দেখুন , " স্ট্যাটাস এ ৫০০ লাইক দিন , পরের পোস্ট এ ভিডু আসতেছে!!! "
সব চাইতে মজা লাগলো কিছু কমেন্ট পড়ে । কমেন্ট গুলো পড়ে আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না -
ভিডু এর কথা শুনে মাথায় " জিনিস " উঠা কিছু পাব্লিক
মোবাইল হইছে তো কি হইছে , আমার ভিডু দেখা চাই!! -
লাইকখেকো কিছু পেজ এইখান থেকে ও লাইক এর ভাণ্ডার ভরতে চাইল ,
কিছু চুচিল লুল , নিজেদের কমেন্ট এ নিজেরাই ধরা!! -
একজন পর্ণ ক্রিটিক এর কমেন্ট
অনেক পেজ " গেইল এবং মিম " এর ভিডু বলে আখ্যা দিলে , এক কমেন্ট কারি -
আসল কথা ( কপি পেস্ট ) -
ভিডিও ক্লিপে যাকে দেখা যাচ্ছে তাকে দেখতে অনেকটা মীমের মত হলেও সে হচ্ছে ভারতীয় বংশোদ্ভূত একজন পর্ণোস্টার যার নাম অঞ্জলী কারা (Anjali Kara)।
তার অনেক ইন্টাররেসিয়াল (Interracial-না না জাতির মধ্যে) পর্ণো ভিডিও আছে। ঐ সব ভিডিওতে অধিকাংশ সময় তার সঙ্গী থাকে আফ্রিকান-আমেরিক ান কালো পুরুষ মানুষ।
সবাইকে এ বিষয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করছি। সচেতন থাকুন, কেউ যেন মিথ্যা গুজব ছড়িয়ে আমাদের দেশের একজন স্বনামধন্য মডেলের মানহানি করতে না পারে, কেউ যেন আমাদের বিপিএল এর সুনাম ক্ষুন্ন না করতে পারে। আর ধিক ঐসব ভণ্ড হলুদ মিডিয়াগুলোকে যারা গুজব ছড়ানোর মাধ্যমে লাইমলাইটে আসতে চায়। এদেরকে ব্যান করে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা উচিত।
এত কাহিনী শুনবার পর ও যারা লিঙ্কু চাওয়ার জন্য কমেন্ট করবেন বলে ভাবছেন , তাদের জন্য
লিঙ্কু চেয়ে লজ্জা দিবেন না , আমি ভদ্র পোলা , খিয়াল কইরা কিন্তু!!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


