স্কুলে পড়বার সময়ের কথা ।
একদিন বাসায় দূর সম্পর্কের আত্মীয় আসলো । এসে আব্বাজান কে বসায় সেই রকম লেকচার শুরু করে দিলো । স্কুলে পড়ি , অত শত বুঝি না , তবুও যা বুঝলাম , তা হল , বাংলাদেশে ডেস্টিনি নামক টাকা কামানোর এক মেশিনের আগমন ঘটেছে !! যোগ দিন , আর টাকা কামান । দুই বছর পর ৫০ লাখ , তিন বছর পর ২ কোটি , বছর যাবে আর টাকা !!
আব্বাজান কে ডান -বাম - উপর - নিচ সব হাত ই বুঝালো ।
দিন যায় , মাস যায় , বছর যায় , কাগজের লেখা ময়লা হতে থাকে , কিন্তু ৫০ লক্ষ টাকা কি !! ৫ হাজার টাকার ও দেখা মিলে না !! সেই থেকে ডেস্টিনির কাওকে দেখা মাত্রই ন্যাংটা পাগল উপাধি দিতে দ্বিধা করি না !!
আরেকটি কাহিনি বলি ,
কালের ফেরে , ভদ্র পোলা এখন university স্টুডেন্ট । নামি বিশ্ববিদ্যালয়ে চান্স পেলে ও জুটেনি ভালো সাবজেক্ট । তবু ও ভর্তি হয়ে গেলো । দেখা মিলতে লাগলো নানা এলাকার নানা রকম মানুষের সাথে । একদিন ভাগ্য ক্রমে দেখা হয়ে গেলো টাই পড়া আবাল এর সাথে !! নানা কথায় কথায় বলতে লাগলো , " তোরা এই সাবজেক্ট এ পরে কি করবি !! আমি এখন বেবসা করি , তোরা যখন ১০ হাজারি চাকরির জন্য পায়ের জুতা ক্ষয় করবি , আমি তখন গাড়ি নিয়ে ক্যাম্পাসে আসব !!
বন্ধু মানুষ - তাই কিছু বলা হয়ে উঠে না
তো , এই বছরে এসে শুরু হল , ডেস্টিনি নিয়ে তুল্কালাম কাণ্ড , পেপার - টিভি - ব্লগ সব জায়গা তেই ডেস্টিনি আর ডেস্টিনি । বাকি রইলো না খোমাবইতে ও । কিছু ডেস্টিনি রোগিরা নানা ছবি শেয়ার করতে লাগলো , আমি ও লেগে গেলাম সংগ্রহ করতে !!!
আসুন " ডেস্টিনি সৈনিকদের " - দের শেয়ার করা কিছু ছবি দেখি , আশা করি ভালো লাগবে !!!
গুরুর প্রতি সাগরেদ দের বালুবাসা !!



ডেস্টিনি ভদ্রতা শিখাচ্ছে ( তাই তো কই , ভদ্র লোকের আজ কাল এতো অভাব কেন!!!

ডেস্টিনির বিরুধে অপপ্রচার কারিদের উদ্দেশে







চেলেঞ্জ নিবিনা শালা!! উপ্স , শালি !!



হোক ভুল ভাল !! তবুও আমরা সমালচনা করেই যাবো!!!

কোটি মানুষের ডেস্টিনি !! দেশে টাই পড়া আবালে কি এতোই ভরে গেছে!!!


অর্থনৈতিক মুক্তি এর অপর নাম ডেস্টিনি !!


ডেস্টিনি করুন , টাকা ই আপনাকে খুঁজে নিবে!!!

ডেস্টিনির চেয়ারম্যান এর ও কিছু বানী শুনুন -


লিঙ্কন তাইলে ডেস্টিনির জন্য এই কথা বলে গেছে!!! উনি ও কি ............!!!

আমেরিকা , চীন এর মতন দেশের মানুষ ডেস্টিনি করতেছে , আর তোমরা কোথাকার কুন খ্যাত আসছ , যে ডেস্টিনি করো না!!!

অবশেষে , অ্যান্টি ডেস্টিনি গ্রুপ এর ডেস্টিনি সম্পর্কে কিছু মন্তব্ব দিয়ে শেষ করছি


ভালো থাকুন , সুস্থ থাকুন , ডেস্টিনি দালাল থেকে দূরে থাকুন ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


