
পলাতক আওয়ামীলিগের এখন সব থেকে সক্রিয় শাখার নাম হচ্ছে গুজবলীগ। দেশে ভেতরে লুকিয়ে থাকা এবং দেশের বাইরের সাহসী বীরদের প্রধান অস্ত্র এই গুজব। এমন কিছু নেই যে তারা গুজব হিসাবে ছাড়ছে না। সর্ব শেষ বাজারে ছাড়ছে যে ডোনাল্ড ট্রাম্প বলেছে যে শেখ হাসিনা এখনও বাংলাদেশের প্রধান মন্ত্রী। আলহামদুল্লিহ । জয় বাংলা জয় বঙ্গবন্ধু।
এই গুজব শুরু হয়েছে গতবছর জুলাই থেকেই। আন্দোলনের সময় সবার আগে ছড়ানো গুজবটি ছিল এক মহিলা প্রেগনেন্ট পুলিশকে মেরে ফেলার ঘটনা। এটা ছড়িয়েছে চটি পিয়ালের গ্যাং।

তারপর আগস্টর মাসে যখন লিগ পালাতে শুরু করল তখন পুরানো সব ভিডিও সামনে এনে এরা বলতে শুরু করলো যে এখন এই খানে ঐখানে সব মিশিল বের করছে বাস্তবে তখন সব লেজ গুটিয়ে পালিয়েছে।
তারপর থেকে গুজব চলমান আছেই। সব থেকে মজার কাহিনী ঘটেছিল বন্যার সময়। এরা বিএনপি আর জাশির দেওয়া ত্রাণের ছবি ভিডিও নিজেদের ওয়ালে শেয়ার দিয়ে বলতে লাগলো আওয়ামীলিগ দিচ্ছে। এর থেকে বড় কমেডি আর কি ছিল ।
সম্প্রতি ছড়ানো কিছু গুজবের ছবি। প্রথম ছবিটা হারপিক মজুমদারের।










তবে যে শুধু এরাই গুজব ছড়াচ্ছে সেটাও না। একটা ভিডিওতে দেখা গেল ডোনাল্ড ট্রাম্প ড ইউনুসের প্রসংশা করছে। এআই দিয়ে বানানো ভুয়া ভিডিও। সেটা আবার আসিফ নজরুল শেয়ার দিল নিজের ওয়ালে।
সর্বশেষ এডিট : ২০ শে মে, ২০২৫ সকাল ৮:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



