শারদীয়া দুর্গাপুজা যেমন আনন্দের বন্যা বয়ে দেয় তেমনি থাকে খাবারের বর্ণিলতা । সেরকমই কিছু খাবারের ছবি নিয়ে হাজির হয়ে গেলাম । তবে এবার ছবি ও রেসিপি একসাথে নিয়েই আমার এই ছবি-ব্লগ ।

নারকেল নাড়ু থাকা আবশ্যক । তা সে চিনি বা গুড়ের হোক না কেনো তাতে স্বাদের কোন তফাৎ থাকে না ।

আর পুজোর সময় অনেকেই নিরামিষ খাবারকেই প্রাধান্য দিয়ে থাকেন , বিশেষ করে সপ্তমী ও অষ্টমীতে নিরামিষ হবেই হবে ।

লুচি খেতে ভালোবাসে না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর । তাই বিশেষ আয়োজনে ছানার লুচিও অনেক মজাদার ।

লুচির সাথে ছোলার ডাল খাওয়া মানে পরিপূর্ণ আহার । অনেক সময় দু'এক পিস লুচি বেশিও খাওয়া হয়ে যায় ।

দুর্গাপুজা উপলক্ষ্যে রেসিপি গুলো "আমাদের সময় " ১৯/১০/২০২০ সালে প্রকাশিত হয়েছে
সর্বশেষ এডিট : ২৯ শে অক্টোবর, ২০২০ বিকাল ৪:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




