হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী জামদানী পন্য অনলাইনে কেনা-বেচা করছে চট্টগ্রামের রুপকথা জামদানি নামে একটি প্রতিষ্ঠান। বিগত দিনে সাফল্যের সাথে এই হারিয়ে যাওয়া ঐতিহ্যকে খুব সহজে মানুষের দ্বার ঘোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষে ও ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করতে নানান সময় নানা উদ্যোগ নিয়ে এগিয়ে যাচ্ছে রুপকথা জামদানি।
সম্প্রতি রুপকথার জামদানি ১ম বারের মত একটি উদ্যোগ গ্রহন করেছে। ক্রেতাদের চাহিদা অনুযায়ী জামদানির জামা , ফতুয়া , পাঞ্জাবি কাস্টমাইজ করে দিচ্ছে।
ক্রেতা চাইলে পছন্দ মত জামার ডিজাইন এবং রঙ বলে দিতে পারবেন এবং রুপকথা জামদানি কতৃপক্ষ আপনার পছন্দের জামদানির পোশাক পৌঁছে দিবে দেশের যে কোন প্রান্তে আপনার ঠিকানায়, এছাড়াও বিশেষ একটি অফার অব্যাহত রেখেছে, অনালাইনে দেশের যে কোন প্রান্ত থেকে জামদানি পণ্য অর্ডার করলে ডেলিভারি খরচ অক্টোবর পর্যন্ত একদম ফ্রী
উদ্যোক্তা শারমিন রাবেয়া জানান,
কেও চাইলে আমাদের চট্টগ্রামের রুপকথা জামদানি শো-রূমে এসেও পন্য সংগ্রহ করতে পারবেন। চাইলে ঘরে বসে আমাদের ওয়েব সাইট (http://rupkothajamdani.com/) অথবা ফেইসবুক ফ্যান পেইজ (https://www.facebook.com/Rupkotha.Jamdani) গিয়ে পন্য পছন্দ করে সঠিক কোড ও নং জানিয়ে আমাদের মেইল অথবা ফোন (+8801911-12 31 34) করলেই সারা দেশের যে কোন প্রান্তে পৌঁছে যাবে আপনার কাংখিত পন্য।
রুপকথা জামদানি শো-রূমের ঠিকানাঃ ১ম ফ্লোর, সানমির স্প্রিং গার্ডেন, ৬৪, জামাল খান রোড, চট্টগ্রাম।
সর্বশেষ এডিট : ২১ শে আগস্ট, ২০১৩ রাত ৯:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




