ভাইয়া বড়িতে গেছেতে, ১৮ মে ওনাদের ম্যারেজ ডে গেলো। তোদেরটাও আগামী বছর আসবে।
দোকানে একা তাই একটু বেশি ব্যস্ত। এই ব্যস্ততার মধ্যেও যখন বাসায় যাই, আল্লাহ আল্লাহ করি আর বলি, আল্লাহ, ওর স্মৃতিটা আমারে একদম ভুলায়ে দাও। আমার যেন কিচ্ছু মনে থাকেনা। না পাওয়ার সুখ যার কাছে সে সুখ পাক। এই সুখ আমি এরকম করে পেতে থাকলে আমার জীবনে আর কিচ্চু হবেনা।
তোর উপরতো কোনো রাগ নেই। আমি তুই ফোন না করলে আমি কিছু মনেও বা করবো কেন? এখন আর ফোন করা-করির মধ্যে মনে করার কিছু আছে? তাই আমি কি ভাবছি এমনটা একদমই ভাবতে হবেনা। ফরম ফিলাপ করে ভালো করে পড়, ভাই চলে যাবেতো, এইকদিন খুব ভালোভাবে তারে বাস।
ফোন দিস না, আমি সত্যিই কিছু মনে করিনা। এখন আর কি মনে করবো? দোয়া কর যেন, স্মৃতি ভ্রষ্ট হয়ে যাই, ওটা না হলে আমাকে পথে ঘাটে অনেক দিন মেয়ে হতে হবে।
ভালো থাক।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




