২৭.৫.২০১০
বোকা মানুষদের গল্প শোন।
ঐ দিন ঢাকাতে আপার বাসায় গেলাম। আমি সব সময় তোর প্রসংগটা ভুলে থাকতে চাই। এজন্যই ২ মিনিটের জন্যই পারিনা। রাতে গেলাম। সাথে ও ও ছিল। ও মোটামুটি পাগলামো করে সবার সাথেই বলছে। আপা আমারে দেখেই হাসে। এ লজ্জাটুকুর সাথে আমি এখন মোটামুটি পরিচিত্। তাই কষ্ট লাগলেও মেনে নিতে পারি। কোন এক প্রসংগে বললাম, ছেলেতো অনেক লম্বা, না আপা? আপা বলল, না, ওর থেকে এতটুকু বেশি (হাতের আঙ্গুল দেখিয়ে বলল)। আমি বললাম, আপনি বুঝলেন কিভাবে? বলল, ওরা যখন একদম পাশাপাশি ছিল তখন দেখছি।
গাড়িতে বসে উপর থেকে নিচে পড়লে যেমন হয় সেটাকে কি বলে আমি জানিনা। তাই আমার খুব কষ্ট লাগাকে আমি গাড়ির এই ব্যাপারটা দিয়ে প্রায়ই বলি। তখনও তোকে বলতাম।
তোরা খুব পাশাপাশি যখন ছিলি তখন দেখছে- আমি এমন কথা কোনদিনই গাড়ির এই কষ্ট না সহ্য করতে মানতে পারবোনা। আমি পারি না এটা। এতদিন পরে যদি শুনি তোরা পাশাপাশি যখন ছিলি তখন সে দেখেছে- সেটাতে গাধা ছাড়া আর কেউর কস্ট হয়?
আমি সেরকম গাধা।
আজকে সকালে ফোন বন্ধ হয়ে গেল তোর। ১ ঘন্টায়ও আর তোর নম্বরে যাওয়া গেলনা। এখানেও গাঁধাদের অনেক কস্ট থাক্।ে আমারও আছে। এসব কস্টের কথা এখন একা একা বলতেও লজ্জা লাগে। তাই লিখিনা অনেক কিছু।
একটা ব্যাপার চিন্তা করলাম, তোর থেকে এরকম দৈনিক কস্ট পাওয়ার থেকে আর একটা বুদ্ধি করি। ৬ তারিখের আগের তোকে যেমন দেখছি সেটাই যেন আমার ভিতর আজীবন থাকে তার একটা ব্যবস্থা করি। সত্য বলতে কি, তোর সাথে কথা বলে তোর কোন আচরণে যদি আমি কষ্ট পাই, এর থেকে বড় কস্ট আমি আর কিছুতে পাবোনা। আমার নির্বূদ্ধিতার কারনে হোক, গাঁধা বলে হোক আর যেজন্যই হোক, আমি তোর আচরণে অনেক কস্ট পাচ্ছি। কখনো পাচ্ছি কখনো পাচ্ছিনা। আমি সব কিছুই যখন ৬ তারিখের আগের হিসেবে বিচার করতে যাই তখনই খুব লাগে। কখনো তোর কিছু কিছু নির্বূদ্ধিতার জন্য লাগে। এ জন্যই বলি, তোর থেকে কস্ট পাওয়া আমি কোন ভাবেই সহ্য করতে পারিনা। তাই ৬ তারিখে একটা ম্যাসেজ ছাড়া তোর সাথে আর কোন ধরনের যোগাযোগ করবোনা। আমার আগের আসমানী-ই ভালো।
আমার এত দিনের সব কিছুতে মনে হয়েছে জীবনের কোন েেত্রই আমি সফল ব্যক্তি হতে পারবোনা, কখনো সুখি হতে পারবোনা। কিভাবে পারবো? যখন খুব চেস্টা করি ভুলে থাকার জন্য তখনই মনে হয়, আমি একটা বেইমান। এতদিন যারে এতভাবে বাসলাম তাকে ভুলে যেতে চাচ্ছি। তোকে ভোলার জন্য নতুন কিছু চিন্তা করলে খুব বেইমান লাগে নিজেরে। খুব ঘৃনা লাগে নিজের উপর। তাই আমি কিছুই পারছিনা। আল্লাার কাছে সারাদিনের একটাই প্রার্থনা তাই, আমি যেন একটু সুখী হতে পারি , একটু ভালো থাকতে পারি।
নামাজ পড়ে এই সুখটার জন্য একটু দোয়া করিস।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




