"ভ্রমন"
তোমার নেশা ভ্রমন করা বনে জঙ্গলে,
আমার নেশা ভ্রমন করা মনে জঙ্গলে।
তুমি দেখো হায়েনা হিংস্র জানোয়ার নানান বনে,
আমি দেখি হায়েনা হিংস্র জানোয়ার নানান মনে।
মানুষ মৃত্যুর জন্য অপেক্ষা করে সময় কাটায়-
নানান রকম ভ্রমনের পেশায় নেশায় ।।

সর্বশেষ এডিট : ২৫ শে সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




