এবং তিনি পৃথিবীর উপর বোঝা রেখেছেন যে, কখনো যেন তা তোমাদেরকে নিয়ে হেলে-দুলে না পড়ে এবং নদী ও পথ তৈরী করেছেন, যাতে তোমরা পথ প্রদর্শিত হও| ১৬-১৫
আমি পৃথিবীতে ভারী বোঝা রেখে দিয়েছি যাতে তাদেরকে নিয়ে পৃথিবী ঝুঁকে না পড়ে এবং তাতে প্রশস্ত পথ রেখেছি,
যাতে তারা পথ প্রাপ্ত হয়| ২১-৩১
১-আচ্ছা, এই দু'টি আয়াত কি বর্তমান জিওলজী ফলো করে?
২-এখানে হেলে -দুলে না পড়া ও ঝুঁকে না পড়া বলতে কি বুঝানো হয়েছে?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


