জাতির আব্বাহুজুর,
বাংলার তিতুমীর,
বাংলার মাহাথির,
অন্যায়ের কন্ঠস্বর
,বাকশালের কবরখোদক,
শান্তির অগ্রদুত,
গরীবের বন্ধু,
সন্ত্রাসীদের যমদূত
, নীতিবান,
সৎ,
পরোপকারী,
সত্যবাদী,
মিথ্যার ধ্বংস কারী,
বীর মুক্তিযোদ্ধা
,ন্যায়ের পুজারী
,সত্যবাদী
,সৎচরিত্রের অধিকারী
,মহান,
মিষ্টভাষী,
স্পস্টভাষী,
নেতৃত্বের কঠিন হাতিয়ার,
পুলিৎজার পাওয়ার মত যোগ্য সাংবাদিক,
মাহমুদুর রহমানের মুক্তি চাই..
মাহমুদুর রহমানের মুক্তির দাবিতে প্রত্যেক ঘরে ঘরে দুর্গ করে তুলতে হবে, জেলে বোমা মেরে জেলের তালা ভেংগে মাহমুদুর রহমানকে মুক্ত করে আনতে হবে, তার মুক্তির দাবিতে দরকার হলে আরেকটা ৭৫ তৈরী করা হবে,লাখ লাখ ছাগল কোরবানী দিয়ে তার মুক্তির জন্য মিলাদ মাহফিলের আয়োজন করা হবে...
অবশেষে আবার বলতাছি..মাহমুদুর রহমানের মুক্তি চাই, দিতে হবে..
সর্বশেষ এডিট : ৩০ শে জানুয়ারি, ২০১১ রাত ১:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




