দেখা হবে '' বিজয়ের পথে ''
আসন্ন মহান বিজয় দিবসকে সামনে রেখে আমরা বাংলাদেশের প্রধান প্রধান বিভাগীয় শহর ও কয়েকটি জেলা শহরে আমাদের মহান মুক্তিযুদ্ধের উপর নির্মিত বিভিন্ন চলচ্চিত্র, প্রামাণ্য চিত্র, স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র এবং পাশাপাশি বিদেশীদের ক্যামেরায় আমাদের এই রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের যে চিত্র ফুটে উঠেছে সেটি প্রদর্শন করতে যাচ্ছি। পাশাপাশি মুক্তিযুদ্ধের উপরে আমাদের নিজেদের তৈরি বেশ কয়েকটি তথ্যচিত্র তৈরি করা আছে যেগুলা আমরা প্রদর্শন করবো।
এই পরিকল্পনার প্রধান উদ্দেশ্য হলো আমাদের মুক্তিযুদ্ধের ভয়াবহতা ও নির্মমতা বাংলাদেশের বিভিন্ন এলাকার মানুষের কাছের তুলে ধরা। আপনারা সবাই জানেন যে, এখন আমাদের জনসংখ্যার একটা বিরাট অংশ তরুণ ও যুবক এবং যাদের বেশিরভাগই মুক্তিযুদ্ধকে নিয়ে আবেগী, তারা এ নিয়ে জানতে ইচ্ছুক। কিন্তু দারুণ পরিতাপের বিষয় যে আজও পর্যন্ত তারা আমাদের এই যুদ্ধ সম্পর্কে সঠিক তথ্য জানেন না। তাই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। আমরা চাই বাংলাদেশের প্রতিটি তরুণ ও যুবক আমাদের এই মহান মুক্তিযুদ্ধের ব্যাপকতা, এসময়ে সংঘটিত গণহত্যার নির্মমতা, ভয়াবহতাসহ মুক্তিযুদ্ধ পরিচালনার সঠিক ইতিহাস সম্পর্কে জানবেন ও মুক্তিযুদ্ধের চেতনাকে বুকে ধারণ করে নিজেদেরকে গড়ে তুলবেন।
ইভেন্টের কর্মসুচি আমরা যথাসাধ্য বেশি স্থানে রাখার আপ্রান চেষ্টা করেছি। তারপরেও সময়ের স্বল্পতার কারনে প্রতিটা জেলায় পৌছানো সম্ভব হচ্ছে না। আপাতত যে কয়টা জেলাতে আমাদের কর্মসুচি হবে তা নিম্মে দেয়া হলো। ইভেন্ট আপডেট করে পরবর্তীতে বিভিন্ন জেলাতে প্রদর্শনীর স্থান এবং সময় জানিয়ে দেয়া হবে। আশা করি সাথেই থাকবেন।
জেলা সমুহঃ
১. ঢাকা
তারিখঃ ১৬ ডিসেম্বর ২০১৪
সময় ৫:৩০ মি.
স্থানঃ
২. চট্টগ্রাম
তারিখঃ ৭ ডিসেম্বর ২০১৪
সময় ৫:৩০ মি.
স্থানঃ শহীদ মিনার প্রাঙ্গন
৩. কুমিল্লা
তারিখঃ ৮ ডিসেম্বর ২০১৪
সময় ৫:৩০ মি.
স্থানঃ টাউন হল
৪. সিলেট
তারিখঃ ৯ ডিসেম্বর ২০১৪
সময় ৫:৩০ মি.
স্থানঃ কীন ব্রীজ সংলগ্ন
(শারদা হলের বিপরিত পাশে)
৫. কিশোরগঞ্জ
তারিখঃ ১০ ডিসেম্বর ২০১৪
সময় ৫:৩০ মি.
স্থানঃ পাকুন্দিয়া উচ্চবিদ্যালয় মাঠ প্রাঙ্গণ, পাকুন্দিয়া উপজেলা।
৬. রংপুর
তারিখঃ ১১ ডিসেম্বর ২০১৪
সময় ৫:৩০ মি.
স্থানঃ টাউন হল
৭. রাজশাহী
তারিখঃ ১২ ডিসেম্বর ২০১৪
সময় ৫:৩০ মি.
স্থানঃ
৮. যশোর
তারিখঃ ১৩ ডিসেম্বর ২০১৪
সময় ৫:৩০ মি.
স্থানঃ ভৈরব চত্বর,দড়াটানা মোড় হবে।
৯. বরিশাল
তারিখঃ ১৪ ডিসেম্বর ২০১৪
সময় ৫:৩০ মি.
স্থানঃ বরিশাল জিলা স্কুল প্রাঙ্গণে
১০. জামালপুর
তারিখঃ ১৬ ডিসেম্বর ২০১৪
সময় ৫:৩০ মি.
স্থানঃ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গন
CP গ্যাং প্রোডাকশন্স যাত্রা শুরু করার প্রাক্কালে আমরা বলেছিলাম আমাদের মূল লক্ষ্য মিডিয়াতে একটি প্ল্যাটফর্ম তৈরি করে তরুণ প্রজন্মের সামনে মুক্তিযুদ্ধের সঠিক এবং সচিত্র ইতিহাস তুলে ধরা।
আমরা প্রতিজ্ঞাবদ্ধ
CP গ্যাং প্রোডাকশন্স জাতির পিতা বঙ্গবন্ধুর কথা বলবে।
CP গ্যাং প্রোডাকশন্স বলবে দেশের কথা, গ্রাম বাংলার মাটির কথা।
CP গ্যাং প্রোডাকশন্স বলবে মহান মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের কথা ।
CP গ্যাং প্রোডাকশন্স বলবে বাংলাদেশের কথা ।
জয় বাংলা
জয় বঙ্গবন্ধু
অল হেইল CP গ্যাং
( বাকি ৩ টা জায়গার নাম জানিয়ে দেয়া হবে ।। সাথেই থাকুন ।। ইভেন্ট লিঙ্ক প্রথম লাইনেই আছে )
সর্বশেষ এডিট : ০৬ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১০:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




