আসেন, কিছু ঘটনা পড়ে নিই আগে..।।
১ম ঘটনা ঃ
বুঝলা আতাউর , মেয়ে মানুষ আমার কাছে দুই হাতের ময়লা, বিয়ে করেই যে ভুলটা করলাম !!
-কেন ভাই ??
-আরেহ.. সুন্দর ,হ্যান্ডসাম আর ডাক্তার সাইনবোর্ড দেখলে কত মেয়েই যে পিছনে লাইন দিয়ে ঘুরে।
- আপনি কাউকে না ঘুরালে কি কেউ কি নিজ থেকে ঘুরবে ?? মানবার পারলাম না বস ।
- কিঞ্চিৎ বিব্রত......শুনো, সেইদিন একটা মেয়েকে একদিনে ' I love u'' ' বলিয়ে ছেড়েছি ।
- কন কি ?? ভাবি জানে, ভাই? স্ক্রিনশট ফাঁস হইলে ????
- অপর পাশ পুরাই নিস্তব্ধ।
2nd ঘটনা ঃ
একজন একটা ১৮-১৯ বছরের মেয়ের ছবিতে কমেন্ট লিখেছে -
-যেন কাজল নয়না ডাগর চক্ষু !!!
- এই চোখ কি যেন বলতে চায় !!!
আমি তার প্রোফাইল ঘেঁটে দেখলুম, তার বয়স প্রায় ৬০+ । এই বুইড়া বয়সেও তার প্রেম উঠলাইয়া পড়ছে !!! frown emoticon জিজ্ঞেস করতেই তিনি বলেন, ''এটা নাকি ''কমপ্লিমেন্ট '' !! , অন্যভাবে নেয়ার কিছু নাই !!
Last One ঃ
- কিরে ব্রেক আপ করলি নাকি?
-হুম ভাই,
- এত তাড়াতাড়ি ? কয়দিনের প্রেম?
-ভাই, প্রেম ১ মাস, চেনাজানা ১-১.৫ বছরের।
-তো কি সমস্যা?
-একটু মজা নিলাম ?
- gasp emoticon কস কি?
- হুম ভাই, ছেলেটা আমাকে প্রচন্ড ভালোবাসত, এখনো ভালোবাসে ।
-তাও মজা নেয়া? তোরা মেয়েরা পারিস ও ??
- চুপ চাপ (ও পাশ থেকে ) ।
পুনশ্চ ঃ পরনারীতে আসক্ত এই বিবাহিত মধ্য বয়স্ক লোক, কিংবা বুড়ো বয়সের লোকটা অথবা এই তরুণীটা .সবার ই সমস্যা হল কি জানেন? অতিরিক্ত চুলকানি ...।
।এই রোগের কোন বয়সের সীমারেখা নাই। আগে মানুষ রাস্তাঘাটে লুইচ্চামি করত, এখন সেটা ভার্চুয়াল জগতেও করে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




