ভালবাসা সে তো সমুদ্রের মত বড় আর আকাশের মত বিশাল
ছোট হৃদয়ে যায় না রাখা এ যেন স্বর্গীয় পিয়াল
তুমি আর আমি আর আমি আর তুমি বেসেছিলাম ভাল দুজনে
ছোট্ত হৃদয়ে লুকোচুরি দিতে তুমি সবসময় স্বয়নে স্বপনে
বসন্তের প্রথমে তোমাকে দেখেছিলাম আর বেসেছিলাম ভাল
আর সেইদিন থেকে জ্বলে উঠে তোমার আমার ভালবাসার আলো
অপলক হয়ে তাকিয়ে থাকতাম আর পাইতাম নতুন শিহরন
যত দেখতাম তোমার ততই যেন ভরত না মন
কাছে আমার আকুলতায় যেন করত মন আনচান
কাছে আসলে ভুলে যেতাম সব দুঃখ কষ্ট আর মান
হঠাৎ এক বৈশাখি ঝড়ে আমাকে ভুল বুঝে দূরে গেলে চলে
আমার ভালবাসা তো্ ভুল ছিল না তবু কেন গেলে ভলে
হৃদয়ে নিংড়ানো ভালবাসা ছিল শুধু তোমার জন্য
কেন আমার ভালবাসা হল তোমার কাছে তুচ্ছ নগন্য
জানি আমার ভালবাসা তোমার কাছে ছিল ছলনা
তবুও এক তুমি আমাকে ভালবাসি বলনা
আমার ভালবাসা তোমার কাছে পারিনি গো বলতে
তুমি আমার প্রথম ভালবাসা পারিনি গো ভুলতে
আমার জীবনের প্রথম ভালবাসা তুমি আজও তোমায় পড়ি মনে
যানি ভুলে গেছে তুমি কিন্তু এখন ভাবি আনমনে আজ এমন এক বসন্ত যে বসন্তে হৃদয়ের বাগানে ফুটেনি ফুল ডাকেনি কোকিল ফুটেনি গাছে আমের মুকুল
আজ একটি পূষ্পশূন্য বসন্তে আমার ভালবাসা
এ যেন প্রেয়সির ফিরে আসার দীর্ঘপথের আশা
সর্বশেষ এডিট : ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




