বাপ-দাদার কাছে শুনছিলাম, দাদার আমলে পোলাপাইন মোটে স্কুলে যাইত না, যে কয়ডা গেছিলো হে কয়ডা শাইন করতে পারছে। আর বাপের আমলের কথা কি আর কমু।
কামের কথায় আসি, দাদার আমলে পরীক্ষা পদ্ধতি কিরাম ছিল হেইডা দাদারে জিগাইতে ভুইলা গেসি
আমিলীগের আমলে (৯৬-০১) পোলাপাইন পরীক্ষা দিত বই দেইখা যেইডা মাদ্রাসাতে এহনো বলবৎ। বিম্পির আমলে (০১-০৬) এই দশার কিছুটা পরিবর্তন হয়। ফখরুদ্দীন (০৬-০৮) আইসা পুরাটাই সাফ কইরা দেয়।
কিন্তু এহন আবার যেইসেই,
আমার কথায় আসি,
গত বছর ইন্টার পরীক্ষার সময়, বিষয়টার নাম মনে নাই.........
আমি লেখতেছিলাম,
হঠাৎ স্যার আইসা আমারে কয়, ৯ নম্বর প্রশ্নের উত্তর লেখছস?
আমি কইলাম, জ্বী স্যার।
স্যার কয়, কোথায় লেখছস?
কইলাম, স্যার এইতো অতিরিক্ত পেপারে।
কী দেখলাম স্যারে ঐ শীট নিয়া এক পোলারে দিয়া কয়, এইডা দেইখা লেখ
এইডা কিছু হইলো..................
সর্বশেষ এডিট : ০৫ ই নভেম্বর, ২০১২ দুপুর ২:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




