বি:দ্র: হিন্দি সিরিয়াল প্রেমিকরা দূরে থাকেন।
আমার বাসায় টিভির রিমোট সব সময় আমার নিয়ন্ত্রনে থাকতো। আর আমার পছন্দের চ্যানেল ছিলো বাংলা চ্যানেল, খেলার সব চ্যানেল, আর এর বাইরে দেখতাম ডিসকভারি চ্যানেল। যাইহোক, অতপর আমি জীবনে যে ভুলটা করা জরুরী ছিলো তা করে ফেললাম!!!
Click This Link
রিমোট ভাগাভাগি করা শুরু হয়ে গেলো। তার ভালো লাগে যতসব ফালতু হিন্দি টিভি সিরিয়াল। আর সে সব দেখলে আমর করে গা জ্বালা। চরম বিরক্ত হই কারন ঐ সব সিরিয়ালে আমার এলার্জি আছে। এভাবেই চলছিলো, এরপর সে একদিন মাথায় একটা ব্যাপক বুদ্ধি পাইলাম। রিমোট খানা হাতে নিয়া ফাইন টিউন কইরা আমার পছন্দের ডিসকভারি চ্যানেলটার ১২টা বাজায় দিলাম।
এর পর এক মাস কেটে গেছে, চ্যানেল ঠিক করি নাই। মাঝে মাঝে দেখি ঐ সব হিন্দি চ্যানেলে ঢু মারে দেখে ঠিক হইছে কিনা? এখন সে আমার সাথে বাংলা চ্যানেল দেখে। অনেক কষ্ট নিয়া ডিসকভারি চ্যানেল না দেখে আছি, তবু শান্তি যে বাসা থেকে হিন্দি সিরিয়ালের ভুত ছাড়াইতে পারছি!!!
দোয়া রাইখেন যেন ধরা না খাই!!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



