ভাইরে বিয়ার পরে বন্ধু বান্ধব সব পর হইয়া গেছে!!! সবগুলা বন্ধু বেঈমান!!
অনেক দিন হলো ভাবতাছি বন্ধুদের সাথে একটু আড্ডা দিব, রাত জেগে একটু ফুটবল খেলা দেখবো কিন্তু বৌ অনেক দিন হলো তার বাপের বাড়ি যায় না, তার অন্যতম কারন আমি নিজে। কারন সে আমাকে ছাড়া থাকতে পারে না।
বৌ গতকাল আমাকে বললো, মা বাসায় ডাকছে, ভাবছি কাল যাব।
আমি অতি আনন্দিত হয়ে বললাম, সত্যি তুমি যাবা?
বৌ বলে, হুম যাব, কিন্তু তুমি না বললে যাব না।
আমি একটু গম্ভীর হয়ে (ভাব খান এমন যে আমি চাই না তুমি যাও, তুমারে ছাড়া আমর ও কষ্ট হইবো)
বৌ বললো, আচ্ছা কাল সকালেই তাহলে যাব।
এর পর রাতে কয়বার যে ঘুম ভাঙ্গছে, খালি মনে হয় সকাল হয় না ক্যান???
সকাল সকালই বৌ বাপের বাড়ি যাওয়ার জন্য রেডি। বিদায়ের সময় হইলে শুরু হইলো বাণী: ঠিক মতো খাওয়া দাওয়া করবা, সাবধানে চলাফেরা করবা, সময় মতো ঘুমাবা, বাইরে অনেক ঠান্ডা তাই বাইরে বেশিক্ষণ থাকবা না ইত্যাদি ইত্যাদি... ...
এইবার আমি অনেক বেশি মন খারাপের ভাব ধইরা কইরা কইলাম, আচ্ছা সব ঠিক মতো করবো। আই উইল মিস ইউ।
বৌ কয় তুমি এমন মন খারাপ করছো ক্যান? এখনো যাইনি তাতেই এই অবস্থা!!! মা কে ডেকে বলে, মা দেখছেন আপনের ছেলে কি শুরু করছে?
তখন মা বললো, ওরে সাথে নিয়া যাও।
বৌ বলে, ও গেলে তো! গতকাল মা ( আমার শাশুরি) ওকে ফোন করে আমাকে যেতে বলছে। ও যাবে না।
তখন আমি বললাম, তোমার লেট হয়ে যাচ্ছে। নিজের খেয়াল রেখো, মিস ইউ!!! (এইবার মনে হয় বেশি আবেগ দিয়া ফেলছি, মানে হইয়া গেলো ওভার এক্টিং। খাইলাম ধরা।)
বৌ কয় ভাবছিলাম কয়দিন মায়ের সাথে থাকবো, কিন্তু তোমাকে রেখে তা সম্ভব না। কাল সকালেই আমি চলে আসবো!!!
মনে মনে কইলাম, এতো দিন পরে এমন একটা সুযোগ পাইলাম, আর ওভার এক্টিং করতে যেয়ে খাইলাম ধরা। তবুও একদিন পাইছি এইটাই কম কিসে? সেই আনন্দে চক্ষে পানি চইলা আসছে।
তবে এটাও ঠিক বৌ কে তার চাইতে বেশি মিস করছি,
সর্বশেষ এডিট : ১৩ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



