আমরা সাধারণ থেকে অসাধারণ কিছু নই।
চিত্রকর মুহুর্তে ভালোবাসার শাস্তি হয় নি বলে
বোকার মতো ভালোবেসেছো শুধু, তার অবলীলায়
কিছুটা ভ্রান্তি আনবে বলে সময়ের জাল ছিড়ে
তোমায় ডেকেছে; আর তুমি ভাবছ এ তোমার
ভালোবাসার প্রতিদান? আর আমাদের থেকে
ধার নেওয়া কিছু কাব্য স্বাধীন আত্মসমৃদ্ধির জন্য
স্বকীয়তা তোমায় কামনা করে আমাদের মাঝে।
তুমি ভালোবাসা পাও নি তাই দুঃখ করছো,
তুমি তাকে ভালোবেসেছ সেইটাই বড় কথা।
তোমার ভালোবাসার জন্য আজ সৃষ্টি অবাক; তাই
তুমি হবে সহস্র কোটি প্রাণের আন্দোলন,
ভালোবাসা মুর্ছনা যাবে তোমার নীলিমা দেখে
হৃদয়ের ক্ষত-বিক্ষত নোনা পানির টানে
হালকা সুভাবিত কমলা নেবুর স্বাদে তোমায় দেখবে
তুমি জগতের ত্যাগ, আর বার্তা বয়ে নিয়ে আসবে মঙ্গল গ্রহ।
আমি দেখেছি, তোমার চোখে স্বাধীনতা আছে
যুদ্ধের অগ্রিম স্বাদ তোমায় ঠুকরে ঠুকরে খায়;
তুমি ভালোবাসার যুদ্ধে নামবে, তোমার দিকে
তাকিয়ে থাকা প্রত্যেক নিশ্বাস, সৃষ্টির মহানন্দে
হালকা হাওয়ায় ভাসবে আকাশে আর তার নীল
তোমায় ছুয়ে ছুয়ে যাবে, তুমি চলে যাবে মহাশূণ্যে।
তারপর তুমি কি পাবে? শেষ নিশ্বাস জাগবে হঠাত্ করে
তুমি ভালোবাস, আমি ভালোবাসি, তারাও ভালোবাসে
আমাদের ভালোবাসা আর পাত্রের কি শেষ আছে?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



