একটি চিঠি...সম্বোধন...রাজপুত্র..
.....আজ তোমার চিঠি পেয়েছি।প্রবাসে এক টুকরো বাংলাদেশ যেন ধরা দিয়েছে হাতের মুঠোয়।কিছুক্ষণ চিঠিটা বুকে চেপে ধরে বসেছিলাম।উপলব্ধি করছিলাম তোমার হাতের ছোঁয়া।এক মুঠো স্বপ্নকে যেন বাক্সবন্দি করে পাঠিয়েছো।লাল রিবন দিয়ে যেন শক্ত করে বেঁধে দিয়েছ বন্ধন তোমাতে -আমাতে।বিদেশের মাটিতে এ তোমার প্রথম চিঠি।তোমার পাঠানো সিডিগুলো যেন পেছনে ফেলে আসা সুন্দর দিন গুলোর সমৃতিকাব্য।আমার কাছে এসব কিছু যেন কিছুক্ষণের জন্য প্রাণে প্রাণ ফিরে পাওয়া,একটু ভালোবাসার পরশ হৃদয়ের মরুভূমিতে, একটু স্বস্তির নিঃশ্বাস এই ভেবে যে...."
অসমাপ্ত চিঠি ...স্তম্ভিত আমি...
এই আমাদের মেঘলা,আমার প্রিয় বান্ধবি মেঘ,মৌসুমের মেঘ,যে মৌসুমকে মেঘ ডাকতো রাজপুত্র বলে।
ব্যক্তিগত স্বাধীনতায় বিশ্বাসী এই আমি হস্তক্ষেপ করি মেঘলার একান্ত ব্যক্তিগত দিনলিপিতে। পরক্ষণেই মনে পড়ে যায়-যে
নেই এ পৃথিবীতে তার অব্যক্ত কথাগুলো পড়লে অনধিকার চচর্া কেন হবে?
হ্যা,একটি সড়ক দূর্ঘটনায় মেঘ আজ অতীত।
মেঘের না বলা কথাগুলো খুব জানতে ইচ্ছা করে , ও ছিল বড্ড বেশি চাপা স্বভাবের ,ওর সবচেয়ে কাছের মানুষ হয়েও বুঝতে পারিনি ওর হৃদয় সিংহাসনে অধিষ্টিত মানুষটির জন্য ওর জমিয়ে রাখা প্রচন্ড ভালোবাসার তিব্রতা।তার আগেই হারিয়ে ফেলেছি ওকে।অক্ষম এই আমি,পারিনি মেঘকে ধরে রাখতে।একটি সড়ক দূর্ঘটনা কেড়ে নিয়েছে ওকে আমাদের কাছ থেকে।একজন চালকের একটু দায়িত্ববোধের অভাব মেঘের ভেলার মত ওকে ভাসিয়ে দিয়েছে দূর আকাশে।
ডায়েরির প্রথম পাতায় মুক্তোর মত হস্তাক্ষরে লিখে রেখেছে ও ..' রাজপুত্র আমায় নিলীমা ডাকে,আমাকে দেখতে চায় নীল রঙা শাড়িতে।আমি শুধাই ওকে,তবে কি এতই কষ্ট দেই তোমায় যে নীল বেদনার রঙে রাঙাতে চাও আমায়।ও শুনে হাসে।আমায় বলে,নিলীমা,তোমায় পেয়ে যে আমার সব পাওয়া হয়েছে..বেদনার বালুকণাকে যে রূপ দিয়েছো ভালোবাসার সমুদ্্রে,এ জীবনে তাই বেদনা নেই কোন। আমার ভালোবাসার রঙ তাই নীল,তুমি যে আমায় ভালোবাসো নীল সমুদ্্রের মত।আমি বলি,যদি কখনও হারিয়ে ফেলো?ও নিরুত্তর..."
মেঘ,কেন ফাঁকি দিয়ে চলে গেলি আমাদেরকে একা ফেলে, কি উত্তর দেবো তোর রাজপুত্রকে?বল,একটিবার বল।
মেঘের ফেলে রাখা ফোনটা বেজে চলেছে নিরন্তর।স্ক্রিনে লেখা উঠেছে "রাজপুত্র"...অমোঘ সত্যটা জানানোর পালা..আর ধরে রাখতে পারিনা অশ্রুগুলো,চোখের কোণে আবেগের মেঘগুলো বৃষ্টি হয়ে ঝরে পরে,বড় অসহায়,বড় একা লাগে নিজেকে...
ডায়েরির অক্ষরগুলো ঝাপসা হতে থাকে।চোখের জলে নীল কালি গুলো নীল কষ্টের মতই ধুঁয়ে যেতে থাকে...মেঘ তার স্মৃতির ভেলা ভাসিয়ে উড়ে বেড়ায় ভালোবাসার নীল আকাশে..
আমার আর উত্তর দেওয়া হয়না।ফোনটা বাজতেই থাকে,বাজতেই থাকে...
বি:দ্্র:যারা গাড়ি চালান তাদের উদ্দ্যেশে বলছি,একটু সাবধান থাকবেন,আপনার উপরই নির্ভর করছে অনেকগুলো জীবন।প্রথম লেখাটি উপদেশমূলক ও দীর্ঘ হয়ে যাওয়ায় ক্ষ মাপ্রার্থী।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




