প্রবৃদ্ধির বর্তমান বর্তমান ধারা অব্যাহত থাকলে ২০২১ সালের মধ্যে ৭ শতাংশ GDP অর্জন করে মধ্যম আয়ের দেশে পরিণত হওয়া সম্ভব বলে মনে করে বিশ্বব্যাংক।
ধীরে ধীরে সরকার অবকাঠামোগত সমস্যাগুলোও কাটিয়ে উঠছে। বিদ্যুত ও গ্যাস সরবরাহ কিছুটা বেড়েছে। এবছরে রফতানি খাতে ৪০ শতাংশ রফতানি প্রবৃদ্ধি হয়েছে। দেশে প্রতিবছর প্রায় ১৮ লাখ লোক শ্রমবাজারে প্রবেশ করছে। এদের অর্ধেকের বেশী মহিলা। এটা বিরাট ব্যাপার। গ্রামীণ কৃষি-মজুরির ওপর বড় প্রভাব পড়েছে, ভূমিহীন মজুরেরা বেশি মজুরি পেয়ে উপকৃত হয়েছে।
বিশ্বব্যাংকের ২০০০ থেকে ২০১০ সময়কালের হিসেব অনুযায়ী, এই দশ বছরে কৃষি-মজুরি বেড়েছে ৫৯%, যেখানে অন্য সকল সেক্টর মিলে বেড়েছে ৪২%। অধিকাংশ দেশে ক্রমবর্ধমান দারিদ্র্যের কারণে গ্রামীণ জনগণের জীবনমানের অবনতি হয়েছে। বাংলাদেশে তেমনটি হয়নি।
তারপরও বর্তমান সরকারের নেয়া অর্থনৈতিক কৌশলের কারণে ২০২১ সালের মধ্যে অবশ্যই বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হওয়ার লক্ষ্য পূরণ সম্ভব হবে। তবে GDP ৭ এর উপর নিয়ে যেতে হবে।
বর্তমানে প্রবৃদ্ধি ৬.১, এবছরের টার্গেট ৭। বাকি দশ বছরে এটাকে সাড়েসাত এর বেশি করা অসম্ভব কিছু না।
আমি আশাবাদি।
২০২১ এ মধ্যম আয়ের দেশে পরিণত হবে বাংলাদেশ।
সর্বশেষ এডিট : ১৫ ই নভেম্বর, ২০১২ রাত ১:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



