সহস্র বছরে, মা, মাথা তুলে দাঁড়িয়েছি অজস্র উত্থানে-পতনে।
শত সৎমায়ের সয়েছি অবহেলা, শত সৎমা করেছে লালন সযতনে।
ছিলাম আমি আদুরে কুমারি-রাজকন্যা, ঝুলন্ত-উদ্যান, ব্যবিলনে
সুপ্রাচীন মিশরে সেজেছিলাম সুসভ্য-নগর-বধূ, নীল-অববাহিকায়
সিন্ধু তরঙ্গে স্বপ্ন আমার পলিচাপা পড়ে, ছিলো শতাব্দি কয়েক
হাল ছাড়িনি তবু, মাথা তুলে দাঁড়াবার অদম্য উদ্দীপনা তাড়িয়ে ফিরেছে,
হিংস্র ক্ষুধার্ত চিতা বুনো হরিণকে শিকারের জন্য পিছু হতে তাড়ায় যেমন
ভগ্ন-মনোরথ ঝেড়ে জেগেছি আবার, ভেসেছি বেদনার নীল জলে
ভিনদেশি পরপিতা কৃতদাসসম দিয়েছে যাতনা, করেছে শোষণ
ভেসে ভেসে দেশে দেশে,
লোনাজলে সিক্ত, সঘন পল্লবে ছাওয়া সুন্দরিমূলে হয়ে আছি স্থির
এভারেস্ট শৃঙ্গসম, আপন-মহিমায়, দুর্লঙ্ঘ দুর্জেয়
চির-উন্নত শির।


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


