হে সমুদ্র
আয়শা ঝর্না
বহুদূর হতে এসেছি সমুদ্র
ভার নিয়ে ক্লান্তির ভেবেছি তুমি পার
আমাকে এমন শূন্যভাব থেকে
উদ্ধার করতে, তীর থেকে দূরে
যে জাহাজ তার মতো তুমি
দৃষ্টির সন্মুখে, তুমি কি আশ্রয় দেবে?
হে ক্লান্তিহর লবনাক্ত জলরাশি
সভ্যতার সবকিছু ফেলে দিয়ে
এই আমি নতজানু তোমার নিকটে,
আমাকে একটু আশ্রয় দাও
ঐ বিশাল জলগর্ভে মায়ের ওমে
পৃথিবীর এ দীর্ঘ ভ্রমণ থেকে টেনে নাও
গভীর জলরাশিতে..।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




