দ্যা কুরিয়ার
সিলভিয়া প্লাথ
অনুবাদ- আয়শা ঝর্না
পাতার প্লেটে একটি শামুকের কথা
আমার নয়, তা তুমি গ্রহন করো না।
একটি বদ্ধ টিনে আ্যসিটিক এসিড?
এটি গ্রহন করো না। এটি আসল নয়।
একটি সোনার আংটিতে সূর্য বসানো?
মিথ্যা, মিথ্যা এবং একটি তীব্র শোক।
পাতার উপরে তুষার, বিশুদ্ধ
কড়াই, কথা বলছে, ফুটছে।
প্রতিটি প্রতিটির উপর
যেন নয়টি কালো আল্পস।
আয়নায় বিভ্রম
কালচে সমুদ্র আছড়ে পড়ছে
ভালবাসা, ভালবাসা আমার ঋতু।
সর্বশেষ এডিট : ৩১ শে মে, ২০১০ বিকাল ৫:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




