গুগল সার্চ ইঞ্জিন ২০১৪ সালের স্ট্যাটেঁসটিক রিপোর্ট বলছে বাংলাদেশী জনগন ২০১৪ সালে সবচেয়ে বেশি খুঁজেছে নায়লা নাঈম কে ।.... এবং তা নিয়ে খুব উচ্ছ্বাসিত এই মডেল। কিন্তু আমার পয়েন্ট অব ভিউ অন্য জায়গায় । বাংলাদেশে এত এত সেলিব্রেটি থাকতে মানুষ এই নায়লা নাঈম কে কেন খুঁজল ?

খুব সোজা ভাষায় ই উত্তর দিতে গেলে বলতে হয় আমরা যত ভাল মানুষ ই হই না, দিনের শেষে আমরা সবাই জৈবিকতার সন্ধান করি। কয়েক সেকেন্ডের তৃপ্তি আমাদের ২৪ ঘণ্টা কে নিয়ন্ত্রন করে!! ভিতরে ভিতরে আমরা সবাই ইরোটিক ,আমাদের মধ্যে এক প্রকাশ্য-অপ্রকাশ্য বন্য জৈবিকতা কাজ করে! তা কি আমরা কেউ অস্বীকার করতে পারি ? নায়লারা জাস্ট আমাদের ঐ চাহিদা পূরণের ভার্চুয়াল মাধ্যম । নায়লার খোলামেলা ফটোস্যুট, আর শরীরের ভাঁজগুলোর কঠিন ব্যাকারন এর প্রদর্শন আমাদেরকে তাঁর প্রতি আকৃষ্ট করেছে। দাঁত ভাঙ্গা ব্যাখ্যা না দিয়ে একটু সোজা করে বলি, নায়লা তো বিরা.....ট মডেল, কোনদিন যদি শুনেন নায়লার কাজের মেয়ে মর্জিনার(কাল্পনিক চরিত্র) ন্যুড ভিডিও ইন্টারনেটে লিক হয়েছে, বছর শেষে দেখবেন স্ট্যাটেঁসটিক রিপোর্ট বলছে নায়লার কাজের মেয়ে মর্জিনাকে অমুক বছরে মানুষ নেটে বেশী খুঁজেছে। মডেলের কাজের মেয়ে বলে কথা! একটা দাম আছে না!! আর ঐ জায়গায় একজন মডেলের সেমি- ন্যুড ফটো , ঐটা দেখার জন্য কেন আমাদের বিশেষ ইন্দ্রিয়গুলো ব্যাকুল হবে না!
* কোন মানুষকে হেয় করা আমার এই পোস্ট এর উদ্দ্যেশ্য নয়। আর বন্য জৈবিকতা সবার মধ্যে কাজ করে বলছি তবে কিছু মানুষ তা নিয়ন্ত্রনের ক্ষমতা রাখে । তারা নায়লা নাঈম মার্কা মেয়ের শারীরিক ব্যাকারন লুকিয়ে লুকিয়ে সার্চ ইঞ্জিনে খোঁজে না । তবে আমি ঐ ভাল মানুষদের দলের অন্তর্গত নয়! আমি শুধু ব্যকারন ই খুজি না আমি সম্পাদ্য - উপপাদ্য ও খুজি।
**পোস্ট এর সম্পূর্ণতার জন্য নায়লার কিছুটা শালীন একটি ছবি দিলাম।

নায়লা যে ছবিগুলো দিয়ে মূলত জনপ্রিয় হইছে তাঁর কোন একটা দিলে অনারেবল মোডারেটর সাহেব দ্বারা আমার ব্লক হবার সমূহ সম্ভাবনা আছে।

সর্বশেষ এডিট : ২১ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:২৩