শুনতে খারাপ লাগলেও বাস্তবতা এটাই। এর কারনগুলো আমি ব্যাখ্যা করছি। যেহেতু আন্দলন শুরু হয়েছিল ইন্টারনেটের কল্যানে।
৭০ ভাগ লোকের মাথা ব্যাথা নাই কারন, দেশে মাত্র ১ কোটির মত মানুষ প্রত্যক্ষ ও পরক্ষভাবে ইন্টারনেট ব্যাবহার করে। কিন্তু মাত্র ২০ লক্ষ মানুষ ইন্টারনেট সর্ম্পর্কে পুরোপুরি জানে বা বুঝে। যাদের মধ্যে ব্লগে লেখালেখি করে সর্বচ্চ ৫ লক্ষ মানুষ।
ব্লগ কি বা কেন এ সম্পর্কে খুব কম সংখ্যা মানুষই জানে এবং এর সংখ্যা অনেক নগন্য।
যেহেতু শাহবাগ আন্দলন প্রচারের মূল মাধ্যম টিভি সেহেতু টিভির দেখতে গেলে বিদুৎ এবং ডিশের লাইনের প্রয়োজন। আর ডিশের লাইন আছে বাংলাদেশের ২ কোটি মানুষের বাসায়। এর প্রায় ১ কোটি মানুষ বাংলা চ্যানেল দেখেনা। এরা ইন্ডিয়ান চ্যানেল দেখে অভ্যস্ত। আবার বিদ্যুত সর্বদা না থাকায় যতক্ষন বিদ্যুৎ থাকে অন্যান্য অনুষ্ঠান দেখে অভ্যস্ত সাধারন মানুষ।
আর বিটিভি সবার বাসায় থাকলেও তারা এর প্রতি বিশ্বাস হারিয়ে ফেলেছে।
আর মহিলা বা মেয়েদের এ বিষয় আগ্রহ একদমই কম।
মুধুমাত্র শহর ভিত্তিক জায়গাগুলোতে শাহবাগের আন্দলনের এর প্রভাব পরেছে। বেসরকারি মিডিয়ার কল্লানে প্রবাসে এর স্বচিত্র প্রতিবেদন দেখতে পাচ্ছে প্রবাসীরা।
অনুগ্রহ করে এই পোষ্টের নিচে গালাগালি বা রাজাকার এ জাতীয় কমেন্টস করবেননা... আমি কারো পক্ষেও লিখিনাই বিপক্ষেও লিখিনা.. আমি বলেছি মাথা ব্যাথা নাই... এর অর্থ এই নয় যে তারা জানে না। তারা কোন না কোন ভাবে শাহবাগ আন্দলনের কথা শুনতে পেরেছে বা জানতে পেরেছে।
পরিসংখ্যান লিংক ১
পরিসংখ্যান লিংক ২
সর্বশেষ এডিট : ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



