ধরলাম আইন হইলো হরতাল নিষিদ্ধের পরের দিন 'হরতাল নিষিদ্ধের প্রতিবাদে' একদল আবার হরতাল ডাকলো তখন কার এতো হেডম আছে নিজের ঝকমকা প্রিমিও ১৩ মডেলে গাড়িডা লইয়া হইওয়ে দিয়া একটা টেষ্ট ড্রাইভ দেওনের?
কারন ককটেল ফুটুক আর না-ই ফুটুক আজই হরতাল !
✘এমন করাও কি আইডিয়া আছে হরতাল হইবো মাগার ম্যাঙ্গপাবলিকের কোন ক্ষতি হইবোনা পুড়বোনা গাড়ি মরবোনা মানুষ ?
জানি এইডা এক প্রকার অসম্ভব কারন এইদেশে যে-ই বিরোধী দল হয় সেই হরতাল নামের সহজ বাট ইফেকটিভ আর্মসটা সময় অসময় কামে লাগায়।
এতে যতটা না সরকারী দলে সমস্য হয় তার চেয়েও মিলিয়ন টাইমস ক্ষতিগ্রস্থ হয় দারিদ্রসীমা রেখার নীচের অবস্থান কারী মানুষের গুলার তার উপর যখন দেখি যুগের পর যুগ ধইরা পিকিটিং এর নামে প্রধান দুই দলের নেতা কর্মঅর হাতে জ্যান্ত মানুষ পুড়ে কয়লা হয়ে যাওয়া
কি ভাইগো আমগো বাঙ্গালীগোতো ম্যালা বুদ্ধি একটা হালাল হরতালের আইডিয়া দেননারে ভাই, আখেরাতে বহুত ফাইদা পাইবেন ভাইয়ের কসম

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



