তোমরা আমাদের মাড়িয়ে
প্রতিদিন অনেক উঁচুতে উঠে যাও,
তোমাদের পদধূলিতে ধন্য আমাদের বুক
পদাঘাতে ক্ষত-বিক্ষত হয়ে যায় প্রতিদিন-
তোমরাও তা জানো,
তাই কার্পেট মুড়ে রাখতে চাও আমাদের বুকের ক্ষত
ঢেকে রাখতে চাও তোমাদের অত্যাচারের চিহ্নকে
আর চাপে রাখতে চাও পৃথিবীর কাছে
তোমাদের গর্বোদ্ধত,অত্যাচারী পদধ্বনি ।
তবু আমরা জানি
চিরকাল আর পৃথিবীর কাছে
চাপা থাকবেনা
তোমাদের দেহে তোমাদের এই পদাঘাত ।
আর সম্রাট হুমায়ূনের মতো
একদিন তোমাদের হতেও পারে পদস্খলন ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

