কথা বলাও না, মৌন মিছিল করার জন্য জেল হয়েছে শিক্ষকদের। শিক্ষকরা কালো ব্যাজ পড়েছেন। সবার মুখে কালো কাপড়। আর এর মধ্যেই অনুমোদন পেলো মানবাধিকার কমিশন।
আসেন বছরের এই অন্যমত সেরা কৌতুকটা পড়ে প্রাণ খুলে হাসি।
এই সরকার নাকি তথ্য অধিকার আইনও দেবে। কয়দিন আগে এ নিয়ে অনুষ্ঠিত এক সেমিনারে বরিশালের এক সাংবাদিক বলেছেন যে, আগে ক্যাডাররা এসে গালি দিতো, আর এখন স্থানীয় ক্যাস্পে যেয়ে গালি শুনতে হয়।
আসেন আবার হাসি।
একটা প্রশ্ন-এই সরকারের বিরুদ্ধে কি মানবাধিকার কমিশনে অভিযোগ জানানো যাবে?
সর্বশেষ এডিট : ০৯ ই ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:২৩