মুক্তি পেলেও আজ সমকালে প্রকাশিত মুহাম্মদ হাবিবুর রহমানের লেখা রাজনৈতিক কবিতাটি এখানে দিতে লোভ সামলাতে পারছি না।
মামলার ঝামেলা
-মুহাম্মদ হাবিবুর রহমান
অধ্যাপক আনিসুজ্জামানকে আমি বলি,
'প্রাক্তন প্রভাষক হিসেবে আমি কী আসব?'
উনি বললেন, আমরা তো দেখছি।
আপনি বরং কবিতা লেখেন।
মনে পড়ে যায় কথা হাছন রাজার
'কী-ঘর বানাইমু আমি ন্যের মাঝার।'
আমি কই
কী কবিতা বানাইমু আমি
শূন্যের মাঝার।
মামলা ঠোকা আর মামলা প্রত্যাহার
এদেশে তো রেওয়াজ নিত্যকার।
তো মামলা যেখানে নাজুক
তা মেটাতে কেন এত লাজুক
এত লাজুক তা-না-না
এত লাজুক বাহানা।
মনে পড়ে যায় কথা হাছন রাজার
'কী-ঘর বানাইমু আমি শূন্যের মাঝার।'
আমি কই
কী কবিতা বানাইমু আমি
শূন্যের মাঝার।
৬ ডিসেম্বর, ২০০৭
আজ সমকালে ছাপা হওয়া এই
সর্বশেষ এডিট : ১০ ই ডিসেম্বর, ২০০৭ বিকাল ৪:৫৫