এই তো ভুল করে গতকাল
কয়েকটা বাটন চেপে এসএমএস
উত্তর জানালে পিছু ছাড়তে
বললে অকপটে শেইমল্যাস।।
উইকএন্ড বিকেলে পার্কের বেঞ্চি
কত শত বাদামের ছোকলায়
খুনসুটি সুখ মেখে এলোমেলো
কখন যে বিকেল মিশে সন্ধ্যায়।
মিশকালো আঁধারে হাতে হাত রেখে
আলসে পায়ে হেঁটে ফিরতাম
বার বার বলতে ভুলি না যেন
দেয়া আছে ড্রাফ্টে আল্টিমেটাম।
কই সব দিনগুলি সারারাত জাগা
ফিসফিস পৃথিবীর গল্প
স্মৃতিগুলো ঢেকে ফেলা সহজ ভীষণ
শুধু কি একাই আমি জ্বলবো।
বলছিনা ফিরে এসে হাসি মেল ঠোঁটে
রিকুয়েষ্ট কখনো ভুলে যেওনা
স্মৃতিগুলো সযতনে তুলে রেখো চোখে
আমাকে আমাকে শুধু মনে রেখোনা।
অনেক দিন পর লিখলাম। জানি না এটা কি হয়েছে। শুধু জানি, শব্দ এসেছে আর আমি টাইপ করেছি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


