আবার হয়তো তোমার বোনা কোনো গাছে ফুল হয়ে ফুটবো,
যত্ন করো না, ঝরে যাবো আবার।
ছিঁড়ে খোঁপায় গুঁজে নিয়ো, ওটাই আমার বেঁচে থাকা।
আমি থাকব ঘ্রান এ, রং এ। আর কয়েকটি রেণু তোমার নরম গালে মেখে নিয়ো
স্বর্গের দুয়ারে তোমারি অপেক্ষায়।
সর্বশেষ এডিট : ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৪:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





