
ওমর ইবন আব্দিল আযিয বলেছেনঃ
কেউ ততক্ষন পর্যন্ত তাক্বওয়া (আল্লাহ ভীতি) অর্জন করতে পারবে না, যতক্ষন না সে এমন কোন কথা বা কাজ করা থেকে বিরত থাকে, যা তাকে দুনিয়া এবং আখিরাতে বিব্রতকর অবস্থায় ফেলে।
তাকে একবার প্রশ্ন করা হলঃ
“একজন ঈমানদার কখন তাক্বওয়ার চূড়ায় পৌঁছায়???”
তিনি জবাব দিলেনঃ
“কেউ যদি তার মনের সকল চিন্তা-ভাবনা এবং ইচ্ছা-আকাংখা একটি প্লেটে রাখতে পারে এবং তানিয়ে বাজারের চারপাশে ঘুরতে পারে, আর সে এগুলোর জন্য কোন লজ্জাবোধ না করে।”
[মিন আখলাক্ব আস সালাফ:৫৬পৃষ্টা]
সর্বশেষ এডিট : ১৪ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




