এটি সোনাবীজ; অথবা ধুলোবালিছাই এর একটি অনন্য কবিতা সম্মোহন এ মন্তব্য হিসেবে লেখা।
-----------------------------------------------------------
ঘর-মন-মানুষ এবং আমি
আমার কোন ঘর ছিলনা তখন
ঘরের মানুষ মনের ঘরেই ছিল।
মনের মানুষ ঘরে এল যখন
মনের ঘরটা রইল পড়ে খালি।
ঘরের বাইরে বেরুই যখন আমি
মনের ঘরে অমনি আসে সে যে !
ঘরের বাইরে ছিলাম অনেকদিন
মনের ঘরেও দিয়েছিলাম তালা।
অনেক বাদে ঘরে ফিরে দেখি
ঘরের মানুষ দারুন উজ্জীবিত।
মনের ঘরটা খুলতে গিয়ে দেখি
মনের মানুষ মনেই গেছে মরে!
মরে গেলেও হইনাতো মনমরা
মনের ঘরটা হয়না এখন খালি!
জানি, ঘরের মানুষ মরে গেলে পরে
মনের মানুষ আবার জীবন পাবে।
তবু ঘরের মানুষ ঘরেই থাকুক আরো
আমিই না হয় আগেই যাবো মরে!
উৎসর্গঃ নীলঞ্জন এবং অবশ্যই সোনাবীজ; অথবা ধুলোবালিছাই ।
সর্বশেষ এডিট : ০৪ ঠা অক্টোবর, ২০১৪ সকাল ১০:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




