দু:খের বাগান হতে ফুল তুলে তুলে যে বালক একদিন
সত্যিকার লাল গোলাপ গুঁজে দিতে চায় তার একজন
নিজস্ব মানুষীর নরোম চিবুকে- সেই দীপ্ত রমণীও
কাঁপে, অবশেষে- পাথর গলার মতোন জল হয়ে
ঝরে পড়ে ফোঁটা ফোঁটা: বালকের অবাক চোখে কীযে
আলো ঝিলিক মারে তারপর চকমকি পাথর
অত:পর হিম লাগা যাদুর ছোঁয়ায় পুনরায় কুয়াশার
গভীরে আগের মতোই- সুনসান নিরিহ পাথর।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




