সমকালীন নরওয়ের গস্নাস ও সিরামিকস শীর্ষক প্রদর্শনী শুক্রবার সন্ধ্যা ৬টায় বেঙ্গল শিল্পালয়ে শুরম্ন হয়েছে। পক্ষকালব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি। বিশেষ অতিথি ছিলেন বরেণ্য শিল্পী কাইয়ুম চৌধুরী ও নরওয়ের রাষ্ট্রদূত মিজ ইনগেবিয়র্গ স্টফরিং। বক্তারা বলেন, অনেক আগে থেকেই নরওয়ের সঙ্গে বাংলাদেশের সাংস্কৃতিক বিনিময় চলছে। বিশেষত বাংলাদেশের থিয়েটার এবং চিত্রকর্ম সংরক্ষণ কার্যক্রমে সহায়তা দিচ্ছে নরওয়ে। নরওয়ের গস্নাস এবং সিরামিক শিল্পের ঐতিহ্য দীর্ঘদিনের উলেস্নখ করে তাঁরা বলেন, প্রবীণ শিল্পীদের পাশাপাশি নরওয়ের বর্তমান প্রজন্মের শিল্পীরাও এ শিল্পের উন্নয়নে ভূমিকা রাখছেন। অর্জন করেছেন অনেক আনত্মর্জাতিক স্বীকৃতি। এ প্রদর্শনী নরওয়ের গস্নাস এবং সিরামিক শিল্পের বর্তমান অবস্থা তুলে ধরার পাশাপাশি শিল্পের এক ভিন্ন মাত্রা এবং ধরনকে শিল্পপ্রেমীদের সামনে মেলে ধরবে বলে আশা প্রকাশ করেন তাঁরা।
প্রদর্শনীতে ভাস্কর্য ও চিত্র_ এ দুইয়ের পরিবর্তে বিষয়বস্তুটিই অবয়ব হয়ে উঠেছে। ত্রিমাত্রিক ও দ্বিমাত্রিক_ এ উভয় রকম সৃষ্টির মধ্য দিয়েই সাজানো হয়েছে এ অবয়বকেন্দ্রিক প্রদর্শনী। তবে 'ফিগারেটিভ' বা 'অবয়বধমর্ী' এ শব্দটি বাসত্মবানুগ রীতি নির্দেশ করে না। যেমন শিল্পী গানিলা আকেসন এবং মারিত তিঙ্গলেফের কাজে বাসত্মব জগতের নির্দেশ তেমন নেই বললেই চলে। তাদের কাজে মূলত মানব অবস্থার প্রতিফলন দেখা যায়। এ শিল্পীদ্বয় ছাড়াও অন্যদের কাজ মূলত 'অবয়ব এবং ট্রল' এ শিরোনামে চিহ্নিত করা হয়েছে। অবয়বধমর্ী কাজের ক্ষেত্রে কাদামাটির ব্যবহারের দীর্ঘ ইতিহাস রয়েছে। শিল্পী ক্রিস্টি ব্রাউন এ শক্তিশালী ঐতিহ্যের সূত্রে মানব-অবয়ব নিয়ে কাজ করেন। তাঁর 'মানব গঠন' শিরোনামের কাজগুলো 'আদিম ও কাল নির্দিষ্ট নয় এমন চেতনা ধারণ করে এবং সমকালীন পরিপ্রেক্ষিত ব্যবহার করে নতুন অভিব্যক্তির জন্ম দেয়।' প্রদর্শনীর অনেক শিল্পী আধুনিকতার ডগম্যাটিক ধারণার বিরম্নদ্ধে দাঁড়িয়েছেন। তাঁদের কাজ অতিপরিচিত সাজসজ্জার উপকরণ থেকে উৎসারিত। এমনকি এমন সিরামিক ঐতিহ্যের সাথে সম্পর্কিত, যাকে বলা চলে 'ভিন্ন সিরামিক', অথর্াৎ যে সিরামিকের কোন শৈল্পিক দৃষ্টিভঙ্গি নেই।
প্রসঙ্গত, সমকালীন নরওয়ের গস্নাস ও সিরামিকস শীর্ষক প্রদর্শনীটি নরওয়ের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ২০০০ সাল থেকে শুরম্ন হয়। এ পর্যনত্ম নিউইয়র্ক, টোকিও, বেজিং, সিডনি, কুয়ালালামপুর, হেলসিঙ্কি, সিঙ্গাপুর, সান্টিয়াগো এবং বার্লিনে অনুষ্ঠিত হয়েছে এ প্রদর্শনী। এতে নরওয়ের ২৭ জন প্রতিষ্ঠিত ও নবীন গস্নাস ও সিরামিক শিল্পীর শিল্পকর্ম প্রদর্শিত হচ্ছে।
প্রদর্শনী আগামী ২০ আগস্ট ২০১০ পর্যনত্ম প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যনত্ম খোলা থাকবে।ুমকালীন নরওয়ের গস্নাস ও সিরামিকস শীর্ষক প্রদর্শনী শুক্রবার সন্ধ্যা ৬টায় বেঙ্গল শিল্পালয়ে শুরম্ন হয়েছে। পক্ষকালব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি। বিশেষ অতিথি ছিলেন বরেণ্য শিল্পী কাইয়ুম চৌধুরী ও নরওয়ের রাষ্ট্রদূত মিজ ইনগেবিয়র্গ স্টফরিং। বক্তারা বলেন, অনেক আগে থেকেই নরওয়ের সঙ্গে বাংলাদেশের সাংস্কৃতিক বিনিময় চলছে। বিশেষত বাংলাদেশের থিয়েটার এবং চিত্রকর্ম সংরক্ষণ কার্যক্রমে সহায়তা দিচ্ছে নরওয়ে। নরওয়ের গস্নাস এবং সিরামিক শিল্পের ঐতিহ্য দীর্ঘদিনের উলেস্নখ করে তাঁরা বলেন, প্রবীণ শিল্পীদের পাশাপাশি নরওয়ের বর্তমান প্রজন্মের শিল্পীরাও এ শিল্পের উন্নয়নে ভূমিকা রাখছেন। অর্জন করেছেন অনেক আনত্মর্জাতিক স্বীকৃতি। এ প্রদর্শনী নরওয়ের গস্নাস এবং সিরামিক শিল্পের বর্তমান অবস্থা তুলে ধরার পাশাপাশি শিল্পের এক ভিন্ন মাত্রা এবং ধরনকে শিল্পপ্রেমীদের সামনে মেলে ধরবে বলে আশা প্রকাশ করেন তাঁরা।
প্রদর্শনীতে ভাস্কর্য ও চিত্র_ এ দুইয়ের পরিবর্তে বিষয়বস্তুটিই অবয়ব হয়ে উঠেছে। ত্রিমাত্রিক ও দ্বিমাত্রিক_ এ উভয় রকম সৃষ্টির মধ্য দিয়েই সাজানো হয়েছে এ অবয়বকেন্দ্রিক প্রদর্শনী। তবে 'ফিগারেটিভ' বা 'অবয়বধমর্ী' এ শব্দটি বাসত্মবানুগ রীতি নির্দেশ করে না। যেমন শিল্পী গানিলা আকেসন এবং মারিত তিঙ্গলেফের কাজে বাসত্মব জগতের নির্দেশ তেমন নেই বললেই চলে। তাদের কাজে মূলত মানব অবস্থার প্রতিফলন দেখা যায়। এ শিল্পীদ্বয় ছাড়াও অন্যদের কাজ মূলত 'অবয়ব এবং ট্রল' এ শিরোনামে চিহ্নিত করা হয়েছে। অবয়বধমর্ী কাজের ক্ষেত্রে কাদামাটির ব্যবহারের দীর্ঘ ইতিহাস রয়েছে। শিল্পী ক্রিস্টি ব্রাউন এ শক্তিশালী ঐতিহ্যের সূত্রে মানব-অবয়ব নিয়ে কাজ করেন। তাঁর 'মানব গঠন' শিরোনামের কাজগুলো 'আদিম ও কাল নির্দিষ্ট নয় এমন চেতনা ধারণ করে এবং সমকালীন পরিপ্রেক্ষিত ব্যবহার করে নতুন অভিব্যক্তির জন্ম দেয়।' প্রদর্শনীর অনেক শিল্পী আধুনিকতার ডগম্যাটিক ধারণার বিরম্নদ্ধে দাঁড়িয়েছেন। তাঁদের কাজ অতিপরিচিত সাজসজ্জার উপকরণ থেকে উৎসারিত। এমনকি এমন সিরামিক ঐতিহ্যের সাথে সম্পর্কিত, যাকে বলা চলে 'ভিন্ন সিরামিক', অথর্াৎ যে সিরামিকের কোন শৈল্পিক দৃষ্টিভঙ্গি নেই।
প্রসঙ্গত, সমকালীন নরওয়ের গস্নাস ও সিরামিকস শীর্ষক প্রদর্শনীটি নরওয়ের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ২০০০ সাল থেকে শুরম্ন হয়। এ পর্যনত্ম নিউইয়র্ক, টোকিও, বেজিং, সিডনি, কুয়ালালামপুর, হেলসিঙ্কি, সিঙ্গাপুর, সান্টিয়াগো এবং বার্লিনে অনুষ্ঠিত হয়েছে এ প্রদর্শনী। এতে নরওয়ের ২৭ জন প্রতিষ্ঠিত ও নবীন গস্নাস ও সিরামিক শিল্পীর শিল্পকর্ম প্রদর্শিত হচ্ছে।
প্রদর্শনী আগামী ২০ আগস্ট ২০১০ পর্যনত্ম প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যনত্ম খোলা থাকবে।
সর্বশেষ এডিট : ০৭ ই আগস্ট, ২০১০ সকাল ৭:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



