উক্ত ব্লগার মেজর জিয়া নামক এক বাংলাদেশী আর্মিম্যানের কেচ্ছা-কাহিনী নিয়ে এবার সামুতে হাজির হয়েছেন। কেচ্ছাটা অনেকটা এরকম- তিনি কাজের নতুন অফিসে জয়েনের জন্য রওনা হয়েছেন। পথিমধ্যে, উনাকে বাংলাদেশের এক গোয়েন্দাবাহিনী ধরে নিয়ে গিয়ে গরম ডিমের স্বাদ আস্বাদন করায়! সাথে বুঝি পাশ্বপর্তী দেশের কোন জাতীয় গোয়েন্দা সংস্থার লোকজনও ছিলো। এরই মাঝে উক্ত মেজর গোপনে তাদের পরবর্তী অভ্যুত্থান পরিকল্পনা জ্বিন ইস্তেমালের মাধ্যমে শুনে ফেলেন!!!
এখন কথা হচ্ছে.....
১) মেজর জিয়া বলে যে লোকটা এই ই-মেইল করেছেন....তাকে যদি এরেস্ট করা হয়ে থাকে...তাহলে তার সামনে নিজেদের পুরো ষড়যন্ত্রের কথা বলতে যাবে কেন ডি,জি,এফ,আই বা RAW!!!!
২) একবার তিনি ই-মেইলে বলেছেন যে তিনি লুকিয়ে যাবেন...আবার লেখার শেষ দিকে নিজের নাম-ঠিকানা জানিয়ে দিয়েছেন!!!
এ ধরণের লেখা একমাত্র হাঁটুতে বুদ্ধিওয়ালা মানুষদেরই বিশ্বাস করানো যেতে পারে।
আর, যদি সত্যিই ঐ মেজরকে ধরে নিয়ে যাওয়া হয়ে থাকে বা তার সামনে এ ধরণের আলাপ করা হয়ে থাকে...তাহলে বলতে হয় যে আমাদের আর্মি ম্যানদের বুদ্ধি আসলেই হাঁটু থেকে পায়ের নিচে নেমে গেছে।
তা যদি না হয়ে থাকে, ধরে নেওয়া যেতে পারে, এ লেখাটি পুরোপুরি বানোয়াট।
লেখাটি পড়ে আমি আর হাসি আটকাতে পারিনি- View this link
সর্বশেষ এডিট : ২৯ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ১:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




