দেশের অরাজকতা আর গুন্ডামীর রাজত্য কায়েম আওয়ামী লীগের কাজ। এইটা নতুন কিছু নয়। দলটির প্রতিষ্ঠা লগ্ন থেকেই জাতির সাথে বিশ্বাসঘাতকতা করে আসছে এই দলটি। কখনও স্বৈরাচারী ইয়াহিয়ার পকেটে, আবার কখনও সামরিক শাসক এরশাদের বগলে গিয়ে ঝোলার রাজনীতি এই দলই জাতিকে শিখিয়েছে। দল ভাঙ্গা, পল্টিবাজি, ক্যাডারী....সব কিছুতেই এই দলটির অসামান্য (!) অবদান সেই শুরু থেকেই!
শুধু কি তাই! দেশকে শত্রু দেশের হাতে তুলে দিয়ে গোলামী চুক্তি স্বাক্ষর, রাজনৈতিক হত্যা, গুম-রাহাজানী এই দলের ক্ষমতাসীনদের পারবারিক সম্পত্তি। এহেন যখন অবস্থা। এই দলটি দেশে রাখার কি দরকার?
দেশের মানুষের বোঝা হয়ে দাঁড়ানো দলটিকে কি নিষিদ্ধ করা যায় না? আশা করি, দেশের পরবর্তী তত্ববধায়ক সরকারের কার্যতালিকার প্রথমেই এইটি থাকবে।
তাহলেই জাতি মুক্তি পাবে। দেশ এগিয়ে যাবে সমুখের পানে। সেই দিনের অপেক্ষাতেই রইলাম।
সর্বশেষ এডিট : ২৯ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৫:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




