বায়নার শেষ নেই
বায়না-1) কে.এম হাসানকে সরে দাড়াতে হবে
বায়না-2) এম.এ আজিজ কে সরাতে হবে।
বায়না-3) রাষ্ট্রপতিকে প্রধান উপদেষ্টার পদ থেকে সরে দাড়াতে হবে।
বাযনা-4) রাষ্ট্রপতিকে বঙ্গভবন থেকে সরে এসে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অফিস করতে হবে।
বায়না-5) অন্যান্য নির্বাচন কমিশনারদের সরতে হবে।
বায়না-6) ভোটার লিষ্ট সংশোধন করতে হবে।
পুনশ্চ: হাসানের অধীনে কোন নির্বাচন হতে পারেনা।এটি ছিল সংলাপের মূল দাবী।কিন্তু এই দাবী পূরণ হওয়ার পর আরও দাবীর জন্ম হচ্ছে। সময়ের ব্যবধানে আরও দাবী আসবে। অপোয় থাকুন---------

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



