এখন এই সময় বিসিবি কার স্বার্থে ক্রিকেটার দিয়ে বিজ্ঞাপন করাচ্ছে !?এ সময় বিজ্ঞাপনে অভিনয় করতে আমরা চুক্তিবদ্ধ নই,তবুও এ সময় কেনোো....কেনো !?

এ বিষয়ে জানতে চাওয়া হলে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরি জানালেন, স্পন্সরের সঙ্গে চুক্তির দায়বদ্ধতা থেকেই এটা করতে হয়েছে।
“স্পন্সরদের প্রতি আমাদের কিছু কমার্শিয়াল দায়বদ্ধতা আছে। এক বছরে ৫ থেকে ৬ ঘণ্টার কমিটমেন্ট আছে আমাদের। সেটাই পূরণ করছি আমরা।
ফালতু অজুহাত বিসিবির (বছরে ৫/৬ ঘন্টা মানে সিরিজ শেষ হলেও ৫/৬ ঘন্টা দেয়া যেতো) ।
তবুও আমাদের জয় পেতেই হবে ওয়ানডের ৩ ম্যাচ সিরিজের অন্ত ২টি,এবং আমরা জিতবো ইনশাআল্লাহ্।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



